এইচ.এস.সি, ক্লাস টেস্ট,
বিষয় ঃ বাংলা
সময়ঃ ৩৫ মিনিট
১) যেকোনো ১০টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লিখ-১০
Faculty, Embargo, Adviser, Sabotage, White-paper, Manuscript, Oath, Code, Auditor, Fiction, Index, Quack, Civil war, Boycott, Expert.
২)নিচের শব্দ সমূহের বাংলা পারিভাষিক রূপ লিখ-যেকোন ৩০ টি
Quarantine -
Isolation -
Green room —
Hand-bill —
Hygiene —
Home ministry —
Hood —
Hostage
Hostile —
Humanity —
Hypocrisy —
Immigrant —
Invoice —
Leap-year —
Lien —
Light year —
Literature —
Manifesto —
Manuscript —
Memorandum —
Mercury —
Millennium —
Nationalization —
Passport —
Query —
Sabotage —
Salary —
Subsidy —
Terminology —
Up-to-date —
Urbanization —
৩.উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে জমিলা বানু বাস করে। কিছুদিন আগেও তার সংসারে সচ্ছলতা ছিল না। অভাব-অনটন ছিল তার সংসারের নিত্যসঙ্গী। বর্তমানে জমিলা হস্তশিল্পের কাজে নিযুক্ত হয়ে সচ্ছলতার মুখ দেখেছে। তার হাতে তৈরি মাদুর, হাতপাখা, বেতের ঝুড়ির বেশ কদর রয়েছে।
ক) কৌপীন শব্দের অর্থ কী?
খ) ‘ধান্য তার বসুন্ধরা যার’—ব্যাখ্যা করো।
গ) ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কৃষক রমণীদের সঙ্গে উদ্দীপকের জমিলার বৈসাদৃশ্য নিরূপণ করো।
ঘ) ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখক যে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্দীপকের বিষয়বস্তু যেন তারই প্রতিফলন—বিশ্লেষণ করো
0 Comments