Header Ads

header ads

add




বাংলা ২য় পত্র, ৩য় অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: উপসর্গ


. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক) বাজে খরচ
খ) কারখানা/বদনাম
গ) আকন্ঠ
ঘ) অবগাহন
সঠিক উত্তর: (খ)

২. ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ঊর্ধ্বে
খ) আতিশয্য
গ) প্রস্তুতি
ঘ) নিশ্চয়তা
সঠিক উত্তর: (ক)

৩. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
ক) আরবি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) উর্দু
সঠিক উত্তর: (গ)

৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অভাব
খ) গতি
গ) সাধারণ
ঘ) বিশেষ
সঠিক উত্তর: (ঘ)

৫. উপসর্গের কাজ কী?
ক) বর্ণ সংস্করণ
খ) নতুন শব্দ গঠন
গ) ভাবের পার্থক্য নিরূপণ
ঘ) যতি সংস্থাপন
সঠিক উত্তর: (খ)

৬. তৎসম উপসর্গ কোনটি?
ক) গর
খ) অনা
গ) লা
ঘ) সম
সঠিক উত্তর: (ঘ)

৭. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
ক) বিশেষ
খ) মন্দ
গ) না
ঘ) অভাব
সঠিক উত্তর: (ঘ)

৮. উপসর্গ কত প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (খ)

৯. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
ক) অকাজ
খ) পরিশেষ
গ) নিষেধ
ঘ) বিবর্ণ
সঠিক উত্তর: (ক)

১০. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
ক) অনুসর্গের
খ) বিভক্তির
গ) উপসর্গের
ঘ) পদাশ্রিত অব্যয়ের
সঠিক উত্তর: (গ)

১১. ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
ক) সাধারণ
খ) বিশেষ
গ) অভাব
ঘ) স্বল্প
সঠিক উত্তর: (খ)

১২. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
ক) অনা, কদ
খ) সম, গর
গ) কু, নি
ঘ) অজ, অভি
সঠিক উত্তর: (ক)

১৩. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
ক) সুনীল
খ) সুলভ
গ) সুতীক্ষ্ণ
ঘ) সুচতুর
সঠিক উত্তর: (ক)

১৪. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
ক) চোরটি বমাল ধরা পড়েছে
খ) অনুকরণ করো না
গ) সমাগত সুধী
ঘ) কুজনে কুবর করে
সঠিক উত্তর: (ক)

১৫. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
ক) অ, অঘা, অজা
খ) আ, উপ, আপ
গ) সু, বি, নি
ঘ) কু, অনা, ইতি
সঠিক উত্তর: (গ)

১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
ক) ইতিহাস
খ) অনুবাদ
গ) অভিযান
ঘ) গরমিল
সঠিক উত্তর: (ক)

১৭. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
ক) তৎসম
খ) ইংরেজি
গ) ফারসি
ঘ) বাংলা
সঠিক উত্তর: (খ)

১৮. ফুল, হাফ - কোন ধরনের উপসর্গ?
ক) তৎসম
খ) ইংরেজি
গ) ফারসি
ঘ) বাংলা
সঠিক উত্তর: (খ)

১৯. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
ক) সুনজর
খ) সুদিন
গ) সুনাম
ঘ) সুকন্ঠ
সঠিক উত্তর: (ঘ)

২০. কোনটি বাংলা উপসর্গ?
ক) আধ
খ) উৎ
গ) নিম
ঘ) আড়/হা
সঠিক উত্তর: (ঘ)

২১. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
ক) উৎকৃষ্ট
খ) তুচ্ছ
গ) বড়
ঘ) বিশিষ্ট
সঠিক উত্তর: (গ)

২২. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
ক) অর্ধ-তৎসম
খ) বিদেশি
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (ঘ)

২৩. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক) এগারোটি
খ) একুশটি
গ) বাইশটি
ঘ) আঠারোটি
সঠিক উত্তর: (খ)

২৪. “নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” - কোনটির?
ক) অনুসর্গের
খ) বিভক্তির
গ) উপসর্গের
ঘ) পদাশ্রিত অব্যয়ের
সঠিক উত্তর: (গ)

২৫. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) দেশি
ঘ) বিদেশি
সঠিক উত্তর: (ক)

২৬. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
ক) উপকন্ঠ
খ) উপকূল
গ) উপস্থিত
ঘ) উপনেতা
সঠিক উত্তর: (ঘ)

২৭. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
ক) সংস্কৃত
খ) আরবি
গ) ফারসি
ঘ) বাংলা
সঠিক উত্তর: (ক)

২৮. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
ক) নিতান্ত অর্থে
খ) ন্যূন অর্থে
গ) নঞ অর্থে
ঘ) সামান্য অর্থে
সঠিক উত্তর: (ক)

২৯. ‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
ক) বিশিষ্ট
খ) বিচিত্র
গ) বিকল্প
ঘ) বিক্ষিপ্ত
সঠিক উত্তর: (ঘ)

৩০. ‘রামছাগল’ - এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
ক) ক্ষুদ্র
খ) নিকৃষ্ট
গ) উৎকৃষ্ট
ঘ) সম্যক
সঠিক উত্তর: (গ)

৩১. শব্দের আগে বসে কোনটি?
ক) অনুসর্গ
খ) উপসর্গ
গ) প্রত্যয়
ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (খ)

৩২. কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
ক) বিফল
খ) আলুনি
গ) নিলাজ
ঘ) সুনজর
সঠিক উত্তর: (ক)

৩৩. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
ক) পরাকাষ্ঠা
খ) পরাভব
গ) পরাক্রান্ত
ঘ) পরায়ণ
সঠিক উত্তর: (খ)

৩৪. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় নি?
ক) এত অত্যাচার আর সহ্য হয় না
খ) এটি একটি অতিপ্রাকৃত গল্প
গ) অতিকায় হস্তী লোপ পেয়েছে
ঘ) অতি চালাকের গলায় দড়ি
সঠিক উত্তর: (ঘ)

৩৫. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক) প্রহার
খ) খাসকামরা
গ) আগ্রহ
ঘ) উপকার
সঠিক উত্তর: (খ)

৩৬. ‘গমন’অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?
ক) অভিযান
খ) অভিভূত
গ) অভিব্যক্তি
ঘ) অভিবাদন
সঠিক উত্তর: (ক)

৩৭. “অঘারাম বাস করে অজ পাঁড়াগায়ে” - ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি
খ) খাঁটি বাংলা
গ) তৎসম
ঘ) আরবি উপসর্গ
সঠিক উত্তর: (খ)

৩৮. ‘নিদার্ঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?
ক) গভীর
খ) না
গ) অল্পতা
ঘ) আতিশয্য
সঠিক উত্তর: (ঘ)

৩৯. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক) আম
খ) রাম
গ) সম
ঘ) নিম
সঠিক উত্তর: (খ)

৪০. ‘দরপাট্টা’ শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
ক) আধা
খ) অধীন
গ) প্রতি
ঘ) স্বল্প
সঠিক উত্তর: (খ)

৪১. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ - এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) বিদেশি
সঠিক উত্তর: (ক)

৪২. ‘অঘা’ কোন প্রকারের উপসর্গ?
ক) সংস্কৃত
খ) খাঁটি বাংলা
গ) ফারসি
ঘ) হিন্দি
সঠিক উত্তর: (খ)

৪৩. ‘অভি’ কোন ভাষার উপসর্গ?
ক) বাংলা
খ) তৎসম
গ) আরবি
ঘ) ফারসি
সঠিক উত্তর: (খ)

৪৪. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)

৪৫. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
ক) পরাকাষ্ঠা
খ) পরাভব
গ) পরাক্রান্ত
ঘ) পরায়ণ
সঠিক উত্তর: (খ)

৪৬. বেমালুম শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
ক) দেশি
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
সঠিক উত্তর: (খ)

৪৭. শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?
ক) উপসর্গ
খ) অব্যয়জাতীয় শব্দাংশ
গ) অনুসর্গ
ঘ) প্রত্যয়জাতীয় শব্দাংশ
সঠিক উত্তর: (ক)

৪৮. “মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে” - এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) বিদেশি
সঠিক উত্তর: (ক)

৪৯. “সীমার মাঝে অসীম তুমি” - বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ব্যাপ্তি
খ) ঐকদেশিক
গ) মধ্য
ঘ) নিকট
সঠিক উত্তর: (গ)

৫০. ‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’ - ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি
খ) খাঁটি বাংলা
গ) তৎসম
ঘ) আ উপসর্গ
সঠিক উত্তর: (খ)

৫১. ‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?
ক) কদ্
খ) কু
গ) আব
ঘ) হা
সঠিক উত্তর: (ক)

৫২. ‘পাতিহাঁস’ - এখানে কী অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে?
ক) নিন্দিত
খ) অভাব
গ) পূর্ণতা
ঘ) ক্ষুদ্র
সঠিক উত্তর: (ঘ)

৫৩. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক) আ, সু, অব, আড়
খ) ফি, নি, বি, সু
গ) অজ, আন, ইতি, পাতি
ঘ) কু, বি, প্র, নি
সঠিক উত্তর: (গ)

৫৪. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
সঠিক উত্তর: (গ)

৫৫. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
ক) সুনীল
খ) সুখবর
গ) সুকন্ঠ
ঘ) সুনিপুণ
সঠিক উত্তর: (খ)

৫৬. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।’ বাক্যে কয়টি উপসর্গ রয়েছে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

৫৭. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?
ক) সাব-জজ
খ) উপাধ্যক্ষ
গ) সহযোগী
ঘ) উপকূল
সঠিক উত্তর: (ক)

৫৮. বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?
ক) উপকূল
খ) উপভোগ
গ) উপবন
ঘ) উপকন্ঠ
সঠিক উত্তর: (খ)

৫৯. ‘খাসমহল’ শব্দের খাস কোন দেশি উপসর্গ?
ক) আরবি
খ) ফারসি
গ) উর্দু
ঘ) হিন্দি
সঠিক উত্তর: (ক)

৬০. পরাকাষ্ঠা শব্দের ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সম্যক
খ) অভাব
গ) অল্পতা
ঘ) আতিশয্য
সঠিক উত্তর: (ঘ)

৬১. উপসর্গ কী?
ক) ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ) ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
গ) ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ) ভাষায় ব্যবহৃত অব্যয়
সঠিক উত্তর: (গ)

৬২. বিদেশি উপসর্গ কতটি?
ক) তিনটি
খ) বিশটি
গ) একুশটি
ঘ) অনির্দিষ্ট
সঠিক উত্তর: (ঘ)

৬৩. কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ?
ক) বিশুদ্ধ
খ) বিজ্ঞান
গ) বিশুষ্ক
ঘ) বিপথ
সঠিক উত্তর: (ঘ)

৬৪. ‘নিম’ কোন ভাষার উপসর্গ?
ক) আরবি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) উর্দু
সঠিক উত্তর: (গ)

৬৫. কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?
ক) রাম, সু, পরি
খ) বি, নি, দুর
গ) সু, বি, নি
ঘ) নি, অব, সু
সঠিক উত্তর: (গ)

৬৬. সাজিরা ও সাজোয়ান শব্দ দুটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) উৎকৃষ্ট
খ) বিশিষ্ট
গ) সঙ্গে
ঘ) নিকৃষ্ট
সঠিক উত্তর: (ক)

৬৭. ‘সুনিপুণ’ শব্দের ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে?
ক) আতিশয্য
খ) বিশেষ
গ) নিশ্চয়
ঘ) নিষেধ
সঠিক উত্তর: (ক)

৬৮. তৎসম উপসর্গ কয়টি?
ক) ১৯টি
খ) ২০টি
গ) ২১টি
ঘ) ২২টি
সঠিক উত্তর: (খ)

৬৯. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
ক) ফারসি
খ) উর্দু
গ) আরবি
ঘ) হিন্দি
সঠিক উত্তর: (গ)

৭০. ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন - এ বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

৭১. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক) শব্দ বিভক্তি
খ) ক্রিয়া বিভক্তি
গ) প্রত্যয়
ঘ) উপসর্গ
সঠিক উত্তর: (ঘ)

৭২. কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
ক) অ, অজ, অনা, আ
খ) সু, বি, নি, আ
গ) কু, ইতি, রাম, আ
ঘ) সা, আন, আব, আ
সঠিক উত্তর: (খ)

৭৩. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
ক) উৎকৃষ্ট
খ) আকৃষ্ট
গ) নিকৃষ্ট
ঘ) বিশিষ্ট
সঠিক উত্তর: (গ)

৭৪. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
ক) লাপাত্তা
খ) বকলম
গ) আমদরবার
ঘ) অবগাহন
সঠিক উত্তর: (খ)

Post a Comment

0 Comments