Header Ads

header ads

add




এইচ.এস.সি,বাংলা ২য় পত্র,(রচনা)


রচনা
*স্বদেশ প্রেম।★
*অধ্যবসায়।★
*শ্রমের মর্যাদা।★
*আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/একুশের চেতনা★★★
*বাংলাদেশের পর্যটন শিল্প।
*বাংলাদেশের পোশাক শিল্প 
* বাংলাদেশের মুক্তিযুদ্ধ★★ ★
* ষড়ঋতুর বাংলাদেশ/বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য/আমার স্বপ্নের বাংলাদেশ।★★★
*জাতি গঠনে নারী সমাজের ভূমিকা/নারী শিক্ষা।
*পরিবেশ দূষণ ও তার প্রতিকার।
*পরিবেশ সংরক্ষণে বনায়ন।
* আর্সেনিক দূষণ ও তার প্রতিকার।
*মাদকাসক্তির কুফল ও তার প্রতিকার★★★
*দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার।
*সন্ত্রাস ও দুর্নীতি রোধের উপায়।
#বিজ্ঞান
*মানবকল্যাণে বিজ্ঞান/প্রাত্যহিক জীবনে বিজ্ঞান/বিজ্ঞান ও আধুনিক সভ্যতা।★★★
*ডিজিটাল বাংলাদেশ / তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ।★★★
* ইন্টারনেট ও আজকের বিশ্ব★ ★★
*কৃষিকাজে বিজ্ঞান/অর্থনীতিতে কৃষি ও
*বিদ্যুৎ ও আধুনিক জীবন।

 প্রতিবেদন
*নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি/খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কিত প্রতিবেদন।***
*তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন রচনা কর।
*মুজিব বর্ষ নিয়ে একটি প্রতিবেদন লিখ★★ 
*তোমার এলাকায় লোডশেডিং এর ওপর প্রতিবেদন রচনা কর।
*তোমার শহরে যানজট সম্পর্কে প্রতিবেদন রচনা কর।
*তোমার এলাকায় সড়ক দূর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন রচনা কর।***
*তোমার দেখা স্বাস্থ্যকেন্দ্র/হাসপাতালের অবস্থা সম্পর্কে প্রতিবেদন রচনা কর।
*আর্সেনিক দূষণের ভয়াবহতা/তোমার দেখা আর্সেনিক আক্রান্ত গ্রাম সম্পর্কে প্রতিবেদন রচনা কর।
*বণ্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন।
*নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে প্রতিবেদন।
*কলকারখানা/কোনো স্থাপনায় অগ্নিকান্ড সম্পর্কে প্রতিবেদন।
*লোড শেডিং বা বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে প্রতিবেদন।
   ভাবসম্প্রসারণ
★জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।★
*স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
*স্বার্থমগ্ন বিমুখ........শেখেনি বাচিতে
*দন্ডিতের সাথে........ সর্বশ্রেষ্ঠ সে বিচার।★
*অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
*দাও ফিরিয়ে সে অরণ্য লও হে নগর।★
*সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা,আশা তার একমাত্র ভেলা।
*জীবে দয়া করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর।
*মঙ্গল করিবার শক্তিই ধন,বিলাস ধন নহে।
*সৎ সঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।
*বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ,জীবনের সাথে সম্পর্কহীন জীবন পঙ্গু।
*পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
*যত বড় ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা।★
*সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।★
*গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
*অর্থই অনর্থের মূল।
*কীর্তিমানের মৃত্যু নেই।
*সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।★
*স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো।
*প্রাণ থাকিলে প্রাণী হয়,কিন্তু মন না থাকিলে মানুষ হয় না।★★


Post a Comment

0 Comments