Header Ads

header ads

add




HSC -ICT Mcq-Chapter 3

সংখ্যা পদ্ধতি

তৃতীয় অধ্যায় (১ম অংশ) এর প্রতিটি প্রশ্নের ব্যাখাসহ উত্তর পাবেন । 

সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? [চ. বো. ২০১৬]

  • ১০
সঠিক উত্তর: 
ব্যাখা: সংখ্যা পদ্ধতি ২ প্রকার । যথাঃ- পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ (চার) প্রকার । যথাঃ- ১। বাইনারি, ২। অক্টাল ৩। ডেসিমাল, ৪। হেক্সাডেসিমাল

পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার - [চ.বো-২০১৬]
i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
iii. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখা: পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি জানা দরকার ।

পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার?

সঠিক উত্তর: 
ব্যাখা: সংখ্যা পদ্ধতি ২ প্রকার । যথাঃ- পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি ৪ (চার) প্রকার । যথাঃ- ১। বাইনারি, ২। অক্টাল ৩। ডেসিমাল, ৪। হেক্সাডেসিমাল

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে C এর মান কত?

  • 10
  • 11
  • 12
  • 13
সঠিক উত্তর: 12
ব্যাখা: হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ১৬ টি অংক রয়েছে । হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10 = A, 11 = B, 12=C, 13=D, 14=E এবং 15=F
সুতরাং, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে C এর মান 12

বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ / ভিত্তি কত?

  • ১০
  • ১৬
সঠিক উত্তর: 
ব্যাখা: বাইনারি সংখ্যা পদ্ধতিতে ২ টি অংক রয়েছে । বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ২

অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অংক রয়েছে?

  • ২ টি
  • ৮ টি
  • ১০ টি
  • ১৬ টি
সঠিক উত্তর: ৮ টি
ব্যাখা: অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৮ টি অংক রয়েছে ।
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ২ টি অংক রয়েছে ।
ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ১০ টি অংক রয়েছে
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ১৬ টি অংক রয়েছে ।

অক্টাল সংখ্যার বেজ কত? [দি.বো.-২০১৭]

  • 2
  • 8
  • 10
  • 16
সঠিক উত্তর: 8
ব্যাখা: কোন সংখ্যা পদ্ধতির বেজ যত সেই সংখ্যা পদ্ধতির অংকের সংখ্যা তত । অর্থাৎ, অক্টাল এর বেজ ৮ । সুতরাং অক্টাল এ মোট ৮ অংক রয়েছে । একইভাবে
বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ২ এবং অংকের সংখ্যা ২
ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ ১০ এবং অংকের সংখ্যা ১০
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ ১৬ এবং অংকের সংখ্যা ১৬

নিচের কোনটি সংখ্যাটি সঠিক?

  • (1101)2
  • (87)8
  • (1121)2
  • (179)8
সঠিক উত্তর: (1101)2
ব্যাখা: এখানে (1101)সংখ্যাটি সঠিক । কেননা, বেজ অনুযায়ী এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ দুটি অংক থাকে । একইভাবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০ - ৭ পর্যন্ত মোট ৮ টি অংক থাকে । অর্থাৎ, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ২ এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৮, ৯ থাকতে পারে না ।

(BFE)16 এর সমতুল্য অকটাল মান কত? [দি. বো. - ২০১৬]

  • (5774)8
  • (5776)8
  • (5976)8
  • (101111111110)8
সঠিক উত্তর: (5776)8
ব্যাখা: (BFE)16 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করলে (5776)8 পাওয়া যায় ।

(1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত? [ঢ. বো. - ২০১৭]
  • E.3
  • E.8
  • E.C
  • C.E
সঠিক উত্তর: E.C
ব্যাখা: (1110.11)2 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করলে E.C পাওয়া যায় ।
(11011110.1)2 এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? [য. বো. - ২০১৬]
  • DD.1
  • DE.1
  • DE.8
  • ED.E
সঠিক উত্তর: DE.8
ব্যাখা: (11011110.1)2 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল এ রূপান্তর করলে DE.8 পাওয়া যায় ।
(1F) 16 এর সাথে ১ যোগ করলে কত হবে? [সি. বো. - ২০১৬]
  • (HF)16
  • (2F)16
  • (20)16
  • (21)16
সঠিক উত্তর: 2016
ব্যাখা: (1F) 16 এর সাথে ১ যোগ করলে (20)16 পাওয়া যায় । এক্ষেত্রে, হেক্সাডেসিমাল এর যোগ জানতে হবে ।

১, ৮, F ধারাটির পরবর্তী মান কত? [চ. বো. - ২০১৭]

  • A
  • B
  • 16
  • 22
সঠিক উত্তর: 16
ব্যাখা: ধারাটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যার মধ্যবর্তী ব্যবধান ৭ । এখানে F(১৫) এর সাথে ৭ যোগ করলেই পরবর্তী মান পাওয়া যাবে । এক্ষেত্রে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ জানতে হবে । আবার, ডেসিমাল পদ্ধতিতে ১৫+৭ = ২২ । যেহেতু, ধারাটি হেক্সাডেসিমাল এর তাই ২২ কে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে । (২২)১০ সংখ্যাটিকে হেক্সাডেসিমাল রূপান্তর করলে (১৬)১৬ পাওয়া যায় । তাই, সঠিক উত্তর হবে ১৬ ।

অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7+1 = কত?

  • 8
  • 9
  • 10
  • 16
সঠিক উত্তর: 10
ব্যাখা: অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৭ + ১ = ১০ হয় । ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ৭ + ১ = ৮ হয় এবং ৮ কে অক্টাল এ রূপান্তর করলে ১০ পাওয়া যায় । কারণ, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৮ নেই । অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৭ এর পরবর্তী সংখ্যা ১০ ।

(১২) এর সমকক্ষ বাইনারি মান কত? [চ. বো. - ২০১৬]

  • (১১০১)
  • (১১০০)
  • (১১১১)
  • (১০১০)
সঠিক উত্তর: (১১০০)
ব্যাখা: ডেসিমাল ১২ সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করলে ১১০০ পাওয়া যায় । সংখ্যা পদ্ধতির রূপান্তর করার প্রক্রিয়া জানার জন্য শিক্ষকের সাহায্য নিন ।

বাইনারি সংখ্যা পদ্ধতিতে ১+১+১ = কত?

  • ১০
  • ১০০
  • ১১
সঠিক উত্তর: ১১
ব্যাখা: ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ১+১+১ = ৩ । এই ৩ কে বাইনারিতে রূপান্তর করলে ১১ হবে । তাই, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ১+১+১ = ১১ ।

বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1010 এর পূর্বের সংখ্যাটি কত?

  • 1011
  • 1009
  • 1001
  • 1100
সঠিক উত্তর: 1001
ব্যাখা: বাইনারি সংখ্যা পদ্ধতিতে ১০১০ এর পূর্বের সংখ্যাটি ১০০১ । কেননা, ১০১০ থেকে ১ বিয়োগ করলে ১০০১ পাওয়া যায় । বিয়োগ করার প্রক্রিয়া জানার জন্য বই / শিক্ষকের সাহায্য নিন ।

ইমরানের বর্তমান বয়স (1100)2 হলে (10)10 বছর পর ইমরানের বয়স কত হবে?

  • 10110
  • 1110
  • 1111
  • 1101
সঠিক উত্তর: 10110
ব্যাখা: ইমরানের বর্তমান বয়স এর সাথে (10)10 যোগ (10 এর বাইনারি মান 1010) করলে যোগফল হবে 10110 ।

(21)10 এর ২ এর পরিপূরকের মান কত?

  • 11101010
  • 11101011
  • 11101000
  • 10101011
সঠিক উত্তর: 11101011
ব্যাখা: কোন একটি সংখ্যা পদ্ধতির ২ এর পরিপূরক করার জন্যঃ
১। সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে ।
২। বিট পূর্ণ করতে হবে ।
৩। ১ এর পরিপূরক করতে হবে ।
৪। ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করতে হবে ।

-5 এর ২ এর পরিপূরকের মান কত? [ঢা.বো-২০১৬]

  • 1101
  • 1010
  • 1001
  • 1011
সঠিক উত্তর: 1011
ব্যাখা: কোন একটি সংখ্যা পদ্ধতির ২ এর পরিপূরক করার জন্যঃ
১। সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে ।
২। বিট পূর্ণ করতে হবে (চার বিট) ।
৩। ১ এর পরিপূরক করতে হবে ।
৪। ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করতে হবে ।

কোনটি ৩ বিটের কোড?

  • বিসিডি কোড
  • হেক্সাডেসিমাল কোড
  • অক্টাল কোড
  • ইউনিকোড
সঠিক উত্তর: অক্টাল কোড
ব্যাখা: অক্টাল ৩ বিটের কোড । বিসিডি কোড ৪ (চার) বিটের, হেক্সাডেসিমাল কোড ৪ (চার) বিটের এবং ইউনিকোড কোড ১৬ বিটের কোড ।
সুতরাং, সঠিক উত্তরঃ অক্টাল কোড ।

BCD এর পূর্ণরূপ কোনটি?

  • Binary Code Decimal
  • Binary Coded Decimal
  • Binary Coder Decimal
  • Binary Core Decimal
সঠিক উত্তর: Binary Coded Decimal
ব্যাখা: BCD এর পূর্ণরূপ Binary Coded Decimal

68 এর BCD মান কত?

  • 110100
  • 01101000
  • 10011000
  • 1000010
সঠিক উত্তর: 01101000
ব্যাখা: BCD এর পূর্ণরূপ হচ্ছে Binary Coded Decimal এবং এটি ৪ (চার) বিটের কোড । কোন সংখ্যা BCD মান জানার জন্য প্রতিটি সংখ্যার ৪ (চার) করে বাইনারি মান বসাতে হয় । 68 এর বিসিডি মান হবে 01101000 ।

প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? [ঢা. বো. ২০১৭]

সঠিক উত্তর: 
ব্যাখা: প্যারিটি বিটযুক্ত কোড ৮ বিটের । প্যারিটি বিট ২ প্রকার ।

ASCII-8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? [কু. বো. ২০১৭]

  • ১২৮
  • ২৫৬
  • ৫১২
  • ৬৫৫৩৬
সঠিক উত্তর: ২৫৬
ব্যাখা: আসকি কোড ২ প্রকারঃ ১। ASCII-7, ২। ASCII-8
ASCII-7 হচ্ছে ৭ বিটের কোড তাই এ কোডের মাধ্যমে ২ =১২৮ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় ।
ASCII-8 হচ্ছে ৮ বিটের কোড তাই এ কোডের মাধ্যমে ২ =২৫৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় ।

বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? [রা. বো. ২০১৬]

  • BCD
  • ASCII
  • EBCDIC
  • Unicode
সঠিক উত্তর: Unicode
ব্যাখা: বাংলা বর্ণমালা Unicode কোডভুক্ত । ইউনিকোড ১৬ বিটের কোড । ইউনিকোডের মাধ্যমে 216 = 65,536 টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায় ।

Post a Comment

0 Comments