Header Ads

header ads

add




দশম শ্রেণি, হিসাব বিজ্ঞান - ক্লাস টেস্ট (২৪.০৪.২০)

সময় ঃ ৪০ মিনিট

। জনাব আফতাব একজন ব্যবসায়ী। ২০১৬ সালের ডিসেম্বর মাসে তাঁর প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে—

ডিসেম্বর-১ : মামুনের নিকট থেকে ৫% বাট্টায় ৫০ কেজির বস্তা ৩,০০০ টাকা মূল্যে ৫০ বস্তা চাল ক্রয়। চালান নম্বর ৬৫।

ডিসেম্বর-১০ : নাজমুলের নিকট থেকে প্রতি কেজি ১৫০ টাকা দরে ২৫০ কেজি ডাল ক্রয়। কারবারি বাট্টা ৩%। চালান নম্বর ৬৬।

ডিসেম্বর-১৮ : জনাব মামুনকে ৫ বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। ডেবিট নোট নম্বর ২৩।

ডিসেম্বর-২৫ : জনাব নাজমুলকে ২০ কেজি ডাল নমুনামাফিক না হওয়ায় ফেরত প্রদান।

ডেবিট নোট নম্বর ২৫।

ক) উপরোক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো।    ২

খ) উপরোক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান প্রস্তুত করো।      ৪

গ) উপরোক্ত লেনদেনের ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করো। ৪

২। জনাব আব্দুর রহিম একজন ব্যবসায়ী। ২০১৭ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ :

জানু-১ : নগদ ২,৫০,০০০ টাকা ও ৬৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো।

জানু-৩ : সেলিম ট্রেডার্সের কাছ থেকে ৫০,০০০ টাকার পণ্য ক্রয়।

জানু-৫ : ভাড়া অগ্রিম পরিশোধ ৮,০০০ টাকা।

জানু-৮ : রফিকের কাছে ৪৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে চেকপ্রাপ্তি।

জানু-১২ : সেলিম ট্রেডার্সকে ৫,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হলো।

জানু-১৫ : মনিহারি দ্রব্য ক্রয় ২,০০০ টাকা।

জানু-২০ : সেলিম ট্রেডার্সকে পরিশোধ ৩০,০০০ টাকা।

জানু-২৮ : ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।



ক) জনাব আব্দুর রহিমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?    ২

খ) জানুয়ারি মাসের ৫, ৮, ১৫ ও ২৮ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।           ৪

গ) চলমান জের ছকে নগদান হিসাব ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো।              ৪  



Post a Comment

0 Comments