সময় ঃঃ ৫০ মিনিট
সেট - ১
১। ‘সচিব’ কোন ধরনের শব্দ?
ক. পারিভাষিক খ. মিশ্র
গ. তদ্ভব ঘ. তৎসম
২। নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
ক. চাকু খ. চুলা গ. চিনি ঘ. চাকর
৩। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. গুরুচণ্ডালী দোষ খ. রীতিসিদ্ধ অর্থ বাচকতা
গ. বাহুল্য দোষ ঘ. দুর্বোধ্যতা
৪। কোন শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না?
ক. বিদেশি খ. তৎসম
গ. দেশি ঘ. তত্দ্ভব
৫। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. আরবি
৬। ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. আরবি খ. ফারসি
গ. ফরাসি ঘ. পারিভাষিক
৭। ‘পোষাক’ কোন ভাষা থেকে আসা শব্দ?
ক. ফারসি খ. বাংলা
গ. সংস্কৃতি ঘ. উর্দু
৮। ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. পাঞ্জাবি ঘ. পর্তুগিজ
৯। বিদেশি শব্দের পরিবর্তিত উচ্চারণ কোনটি?
ক. লাইব্রেরি খ. ফুটবল
গ. হাসপাতাল ঘ. পাউডার
১০। কোনটি পর্তুগিজ শব্দ?
ক. বালতি খ. দারোগা
গ. চাহিদা ঘ. গালিচা
১১। কোনটি গুজরাটি শব্দ?
ক. চাকর খ. চাবি
গ. চৌহদ্দি ঘ. হরতাল
১২। ফরাসি শব্দ কোনটি?
ক. হরতাল খ. পাদ্রি
গ. তোপ ঘ. কুপন
১৩। ‘চাহিদা’ কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি খ. পাঞ্জাবি
গ. তুর্কি ঘ. জাপানি
১৪। রিকশা কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. জাপানি
গ. গুজরাটি ঘ. ফরাসি
১৫। ‘পকেট মার’ শব্দটি কোন শ্রেণির?
ক. তৎসম খ. দেশি
গ. বিদেশি ঘ. মিশ্র
১৬। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. পারিভাষিক শব্দ
খ. প্রতিশব্দ
গ. সমার্থক শব্দ
ঘ. পরিবর্তিত শব্দ
১৭। কোনটি পারিভাষিক শব্দ?
ক. অক্সিজেন
খ. দোয়াত
গ. কলেজ
ঘ. বিশ্ববিদ্যালয়
১৮। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো অভিনেতা তৈরি করা
গ. দ্রুত লেখা সেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
১৯। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. ভাষার সংবিধান
খ. ভাষার সংযোজন
গ. ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান
ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
২০। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন—
ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. মি. এন বি হ্যালহেড
২১। সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২২। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
২৩। ‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
২৪। বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক. রূপতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম
২৫। ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ভাষাতত্ত্বের
খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের
ঘ. ধ্বনিতত্ত্বের
সেট -২
১. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
Ο ক) বাজে খরচ
Ο খ) কারখানা/বদনাম
Ο গ) আকন্ঠ
Ο ঘ) অবগাহন
২. ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ঊর্ধ্বে
Ο খ) আতিশয্য
Ο গ) প্রস্তুতি
Ο ঘ) নিশ্চয়তা
৩. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) আরবি
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অভাব
Ο খ) গতি
Ο গ) সাধারণ
Ο ঘ) বিশেষ
৫. উপসর্গের কাজ কী?
Ο ক) বর্ণ সংস্করণ
Ο খ) নতুন শব্দ গঠন
Ο গ) ভাবের পার্থক্য নিরূপণ
Ο ঘ) যতি সংস্থাপন
৬. তৎসম উপসর্গ কোনটি?
Ο ক) গর
Ο খ) অনা
Ο গ) লা
Ο ঘ) সম
৭. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) বিশেষ
Ο খ) মন্দ
Ο গ) না
Ο ঘ) অভাব
৮. উপসর্গ কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
৯. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) অকাজ
Ο খ) পরিশেষ
Ο গ) নিষেধ
Ο ঘ) বিবর্ণ
১০. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
১১. ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
Ο ক) সাধারণ
Ο খ) বিশেষ
Ο গ) অভাব
Ο ঘ) স্বল্প
১২. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
Ο ক) অনা, কদ
Ο খ) সম, গর
Ο গ) কু, নি
Ο ঘ) অজ, অভি
১৩. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) সুনীল
Ο খ) সুলভ
Ο গ) সুতীক্ষ্ণ
Ο ঘ) সুচতুর
১৪. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) চোরটি বমাল ধরা পড়েছে
Ο খ) অনুকরণ করো না
Ο গ) সমাগত সুধী
Ο ঘ) কুজনে কুবর করে
১৫. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
Ο ক) অ, অঘা, অজা
Ο খ) আ, উপ, আপ
Ο গ) সু, বি, নি
Ο ঘ) কু, অনা, ইতি
১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
Ο ক) ইতিহাস
Ο খ) অনুবাদ
Ο গ) অভিযান
Ο ঘ) গরমিল
১৭. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
১৮. ফুল, হাফ - কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
১৯. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
Ο ক) সুনজর
Ο খ) সুদিন
Ο গ) সুনাম
Ο ঘ) সুকন্ঠ
২০. কোনটি বাংলা উপসর্গ?
Ο ক) আধ
Ο খ) উৎ
Ο গ) নিম
Ο ঘ) আড়/হা
২১. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) তুচ্ছ
Ο গ) বড়
Ο ঘ) বিশিষ্ট
২২. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
Ο ক) অর্ধ-তৎসম
Ο খ) বিদেশি
Ο গ) সংস্কৃত
Ο ঘ) খাঁটি বাংলা
২৩. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
Ο ক) এগারোটি
Ο খ) একুশটি
Ο গ) বাইশটি
Ο ঘ) আঠারোটি
২৪. “নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” - কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
২৫. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
Ο ক) বাংলা
Ο খ) সংস্কৃত
Ο গ) দেশি
Ο ঘ) বিদেশি
২৬. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
Ο ক) উপকন্ঠ
Ο খ) উপকূল
Ο গ) উপস্থিত
Ο ঘ) উপনেতা
২৭. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) সংস্কৃত
Ο খ) আরবি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
২৮. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
Ο ক) নিতান্ত অর্থে
Ο খ) ন্যূন অর্থে
Ο গ) নঞ অর্থে
Ο ঘ) সামান্য অর্থে
২৯. ‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) বিশিষ্ট
Ο খ) বিচিত্র
Ο গ) বিকল্প
Ο ঘ) বিক্ষিপ্ত
৩০. ‘রামছাগল’ - এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) নিকৃষ্ট
Ο গ) উৎকৃষ্ট
Ο ঘ) সম্যক
১। ‘সচিব’ কোন ধরনের শব্দ?
ক. পারিভাষিক খ. মিশ্র
গ. তদ্ভব ঘ. তৎসম
২। নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
ক. চাকু খ. চুলা গ. চিনি ঘ. চাকর
৩। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. গুরুচণ্ডালী দোষ খ. রীতিসিদ্ধ অর্থ বাচকতা
গ. বাহুল্য দোষ ঘ. দুর্বোধ্যতা
৪। কোন শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না?
ক. বিদেশি খ. তৎসম
গ. দেশি ঘ. তত্দ্ভব
৫। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. আরবি
৬। ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. আরবি খ. ফারসি
গ. ফরাসি ঘ. পারিভাষিক
৭। ‘পোষাক’ কোন ভাষা থেকে আসা শব্দ?
ক. ফারসি খ. বাংলা
গ. সংস্কৃতি ঘ. উর্দু
৮। ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. পাঞ্জাবি ঘ. পর্তুগিজ
৯। বিদেশি শব্দের পরিবর্তিত উচ্চারণ কোনটি?
ক. লাইব্রেরি খ. ফুটবল
গ. হাসপাতাল ঘ. পাউডার
১০। কোনটি পর্তুগিজ শব্দ?
ক. বালতি খ. দারোগা
গ. চাহিদা ঘ. গালিচা
১১। কোনটি গুজরাটি শব্দ?
ক. চাকর খ. চাবি
গ. চৌহদ্দি ঘ. হরতাল
১২। ফরাসি শব্দ কোনটি?
ক. হরতাল খ. পাদ্রি
গ. তোপ ঘ. কুপন
১৩। ‘চাহিদা’ কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি খ. পাঞ্জাবি
গ. তুর্কি ঘ. জাপানি
১৪। রিকশা কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. জাপানি
গ. গুজরাটি ঘ. ফরাসি
১৫। ‘পকেট মার’ শব্দটি কোন শ্রেণির?
ক. তৎসম খ. দেশি
গ. বিদেশি ঘ. মিশ্র
১৬। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. পারিভাষিক শব্দ
খ. প্রতিশব্দ
গ. সমার্থক শব্দ
ঘ. পরিবর্তিত শব্দ
১৭। কোনটি পারিভাষিক শব্দ?
ক. অক্সিজেন
খ. দোয়াত
গ. কলেজ
ঘ. বিশ্ববিদ্যালয়
১৮। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো অভিনেতা তৈরি করা
গ. দ্রুত লেখা সেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
১৯। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. ভাষার সংবিধান
খ. ভাষার সংযোজন
গ. ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান
ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
২০। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন—
ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. মি. এন বি হ্যালহেড
২১। সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২২। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
২৩। ‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
২৪। বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক. রূপতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম
২৫। ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ভাষাতত্ত্বের
খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের
ঘ. ধ্বনিতত্ত্বের
সেট -২
১. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
Ο ক) বাজে খরচ
Ο খ) কারখানা/বদনাম
Ο গ) আকন্ঠ
Ο ঘ) অবগাহন
২. ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ঊর্ধ্বে
Ο খ) আতিশয্য
Ο গ) প্রস্তুতি
Ο ঘ) নিশ্চয়তা
৩. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) আরবি
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অভাব
Ο খ) গতি
Ο গ) সাধারণ
Ο ঘ) বিশেষ
৫. উপসর্গের কাজ কী?
Ο ক) বর্ণ সংস্করণ
Ο খ) নতুন শব্দ গঠন
Ο গ) ভাবের পার্থক্য নিরূপণ
Ο ঘ) যতি সংস্থাপন
৬. তৎসম উপসর্গ কোনটি?
Ο ক) গর
Ο খ) অনা
Ο গ) লা
Ο ঘ) সম
৭. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) বিশেষ
Ο খ) মন্দ
Ο গ) না
Ο ঘ) অভাব
৮. উপসর্গ কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
৯. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) অকাজ
Ο খ) পরিশেষ
Ο গ) নিষেধ
Ο ঘ) বিবর্ণ
১০. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
১১. ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
Ο ক) সাধারণ
Ο খ) বিশেষ
Ο গ) অভাব
Ο ঘ) স্বল্প
১২. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
Ο ক) অনা, কদ
Ο খ) সম, গর
Ο গ) কু, নি
Ο ঘ) অজ, অভি
১৩. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) সুনীল
Ο খ) সুলভ
Ο গ) সুতীক্ষ্ণ
Ο ঘ) সুচতুর
১৪. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) চোরটি বমাল ধরা পড়েছে
Ο খ) অনুকরণ করো না
Ο গ) সমাগত সুধী
Ο ঘ) কুজনে কুবর করে
১৫. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
Ο ক) অ, অঘা, অজা
Ο খ) আ, উপ, আপ
Ο গ) সু, বি, নি
Ο ঘ) কু, অনা, ইতি
১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
Ο ক) ইতিহাস
Ο খ) অনুবাদ
Ο গ) অভিযান
Ο ঘ) গরমিল
১৭. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
১৮. ফুল, হাফ - কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
১৯. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
Ο ক) সুনজর
Ο খ) সুদিন
Ο গ) সুনাম
Ο ঘ) সুকন্ঠ
২০. কোনটি বাংলা উপসর্গ?
Ο ক) আধ
Ο খ) উৎ
Ο গ) নিম
Ο ঘ) আড়/হা
২১. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) তুচ্ছ
Ο গ) বড়
Ο ঘ) বিশিষ্ট
২২. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
Ο ক) অর্ধ-তৎসম
Ο খ) বিদেশি
Ο গ) সংস্কৃত
Ο ঘ) খাঁটি বাংলা
২৩. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
Ο ক) এগারোটি
Ο খ) একুশটি
Ο গ) বাইশটি
Ο ঘ) আঠারোটি
২৪. “নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” - কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
২৫. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
Ο ক) বাংলা
Ο খ) সংস্কৃত
Ο গ) দেশি
Ο ঘ) বিদেশি
২৬. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
Ο ক) উপকন্ঠ
Ο খ) উপকূল
Ο গ) উপস্থিত
Ο ঘ) উপনেতা
২৭. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) সংস্কৃত
Ο খ) আরবি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
২৮. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
Ο ক) নিতান্ত অর্থে
Ο খ) ন্যূন অর্থে
Ο গ) নঞ অর্থে
Ο ঘ) সামান্য অর্থে
২৯. ‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) বিশিষ্ট
Ο খ) বিচিত্র
Ο গ) বিকল্প
Ο ঘ) বিক্ষিপ্ত
৩০. ‘রামছাগল’ - এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) নিকৃষ্ট
Ο গ) উৎকৃষ্ট
Ο ঘ) সম্যক
1 Comments
Completed
ReplyDelete