তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : ৮ম শ্রেণি
প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
প্রশ্ন : ১। আইসিটি বিকাশে নাগরকিগণ কী কী সেবা ভোগ করতে পারে ? ব্যাখ্যা কর।প্রশ্ন : ২। যোগাযোগ করার পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায়।
প্রশ্ন : ৩। চিকিসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা কর।★★
প্রশ্ন : ৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী কিভাবে দক্ষ হয়ে ওঠে ? বর্ণনা কর।
প্রশ্ন : ৫। কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা সংক্ষেপে লিখ।
প্রশ্ন : ৬। টেলিমেডিসিন কী ? ব্যাখ্যা কর।★★★
প্রশ্ন : ৭। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে কর্মসৃজনের দিগন্ত উন্মোচন করেছে ? সংক্ষেপে লিখ।
দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক :
প্রশ্ন : ১। অপটিক্যাল ফাইবার কী ? স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মাঝে কোনটি বেশি কার্যকর বর্ননা কর।প্রশ্ন: ২। টপোলজি কী ? চিত্রসহ রিং টপোলজি বর্ননা কর।★★
প্রশ্ন : ৩ । যোগাযোগ ক্ষেত্রে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার ব্যবহারের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন : ৪। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারেরে সাথে সরাসরি লিংক থাকে। সংক্ষিপ্ত বর্ণনা দাও।
প্রশ্ন : ৫। টপোলজি কী ? চিত্রসহ রিং টপোলজির বনর্না দাও।
প্রশ্ন: ৬। নেউওয়ার্ক কী ? নেটওয়ার্ক সংশ্লিষ্ট দুইটি যন্ত্রের বর্ণনা দাও।
প্রশ্ন: ৭। স্যাটেলাইট কী ? অপটিক্যাল ফাইবারের সংক্ষিপ্ত বর্ণনা দাও।★★
তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার
প্রশ্ন: ১। ম্যালওয়্যার কী ? প্রচলিত ও শনাক্তকৃত তিনটি ক্ষতিকর ম্যালওয়ারের বর্ননা দাও।★প্রশ্ন: ২। পাসওয়ার্ড কী ? পাসওয়ার্ড ব্যবহারে পাচটি সুবিধা লিখ।
প্রশ্ন: ৩। কম্পিউটার হ্যাকিং কী ? এটিকে অপরাধ হিসেবে গন্য করা হয় কেন ?★★
প্রশ্ন: ৪। কম্পিউটার হ্যাকিং কী ? দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভুমিকা ব্যাখ্যা কর।★
প্রশ্ন : ৫। সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ- ব্যাখ্যা কর।
চতুর্থ অধ্যায় : স্প্রেডশিটের ব্যবহার
প্রশ্ন: ১। স্প্রেডশিট কী ? স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা কর।★প্রশ্ন: ২। স্প্রেডশিট প্রোগ্রাম কী ? এর ব্যবহারিক ক্ষেত্রগুলো লিখ।
প্রশ্ন : ৩। এম এস এক্সেল ২০০৭ উইন্ডোর পরিচিত বর্ননা কর।
প্রশ্ন: ৪। স্প্রেডশিটের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের বর্ণনা দাও।
৫ম অধ্যায় : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার :
প্রশ্ন: ১। ইন্টারনেট আমাদের জীবনে কোন কোন স্তরে প্রভাব ফেলেছে ব্যাখ্যা কর।প্রশ্ন: ২। দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের গুরুত্ববর্ণনা কর।
প্রশ্ন: ৩। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার ব্যাখ্যা কর।★★★
প্রশ্ন: ৪। একটি নতুন ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি লেখ।
প্রশ্ন: ৫। ফাইল এটাচমেন্টের মাধ্যমে ই-মেইল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা কর।
1 Comments
Ai Questions golor sate answer dile valo hoto
ReplyDelete