চতুর্থ অধ্যায়
ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল অধ্যায় এর প্রতিটি প্রশ্নের ব্যাখাসহ উত্তর পাবেন
একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেট প্রয়োজন? [চ. বো. - ২০১৬]
২
৪
৮
৩২
সঠিক উত্তর: ৪
ব্যাখা: একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট প্রয়োজন । প্রথম দুইটি অকটেক নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী দুইটি অকটেক হোস্ট আইডি প্রকাশ করে ।
এখানে কোন ধরনের কাঠামোর চিত্র দেওয়া হয়েছে?
লিনিয়ার কাঠামো
নেটওয়ার্ক কাঠামো
হায়ারারকিক্যাল কাঠামো
কম্বিনেশন কাঠামো
সঠিক উত্তর: লিনিয়ার কাঠামো
ব্যাখা: লিনিয়ার কাঠামোতে পেইজগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকে ।
HTTP এর পূর্ণরূপ কোনটি?
Hypertext Transfer Protocol
Hypertext Transition Protocol
Hypertext Transfer Prototype
Hyperterm Transfer Protocol
সঠিক উত্তর: Hypertext Transfer Protocol
ব্যাখা: HTTP এর পূর্ণরূপ Hypertext Transfer Protocol
এছাড়া এ অধ্যায়ের আরও কিছু পূর্ণরুপঃ
HTML – Hypertext Markup Language
URL – Uniform Resource Locator
DNS – Domain Naming System
ISP - Internet Service Provider
এখানে কোন ধরনের কাঠামোর চিত্র দেওয়া হয়েছে?
লিনিয়ার কাঠামো
নেটওয়ার্ক কাঠামো
হায়ারারকিক্যাল কাঠামো
কম্বিনেশন কাঠামো
সঠিক উত্তর: হায়ারারকিক্যাল কাঠামো
ব্যাখা: ওয়েবসাইটের কাঠামো গুলোর মধ্যে হায়ারারকিক্যাল কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয় ।
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
Mozilla Firefox
Google Chrome
Internet Explorer
Google
সঠিক উত্তর: Google
ব্যাখা: Google হচ্ছে সার্চ ইঞ্জিন এবং Google Chrome হচ্ছে ওয়েব ব্রাউজার । কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নামঃ Google, Yahoo, Bing.
.edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? [ব. বো. - ২০১৭]
সামরিক
সাংগঠনিক
শিক্ষামূলক
ব্যবসায়িক
সঠিক উত্তর: শিক্ষামূলক
ব্যাখা: .edu দ্বারা শিক্ষামুলক ডোমেইনকে বোঝায় । এছাড়াও আরও কিছু ডোমেইনের প্রকৃতি:
.com - কমার্শিয়াল বা বানিজ্যিক প্রতিষ্ঠান ।
.net - নেটওয়ার্ক সেবা ।
.org - অর্গানাইজেশন ।
.mil - সামরিক বাহীনি ।
.gov - সরকারী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ।
.int - আন্তর্জাতিক প্রতিষ্ঠান ।
ওয়েব পেইজ ডিজাইন কোনটি? [ঢা. বো. - ২০১৬]
ওয়েব সার্ভারে তথ্য রাখা
HTML ডকুমেন্ট তৈরি
বিশ্বব্যাপি নেটওয়ার্ক
ডোমেইন রেজিস্ট্রেশন
সঠিক উত্তর: HTML ডকুমেন্ট তৈরি
ব্যাখা: এইচটিএমএল কোড লিখে HTML ডকুমেন্ট তেরী করার মাধ্যমে ওয়েবসাইট এর পেইজগুলো তেরী করা হয় ।
নিচের কোনটি ওয়েব ব্রাউজার?
Mozilla Firefox
Google
Notepad
Yahoo
সঠিক উত্তর: Mozilla Firefox
ব্যাখা: ওয়েব ব্রাউজার হল এমন একটি সফটওয়ার যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করে, উপস্থাপন করে এবং সংরক্ষণ করে ।
জনপ্রিয় কয়েকটি ব্রাউজারের নাম হচ্ছেঃ Mozilla Firefox, Google Chrome, Internet Explorer, Safari ইত্যাদি ।
নিচের কোনটি টেক্সট এডিটর?
Notepad
Google
Mozilla Firefox
Safari
সঠিক উত্তর: Notepad
ব্যাখা: কয়েকটি জনপ্রিয় টেক্সট এডিটর এর নামঃ Notepad, Notepad Plus Plus, Sublime Text.
এইচটিএমএল এর উদ্ভাবক হলেন - [য. বো. - ২০১৭]
টীম বার্নার্স লী
স্টিভ জবস
মার্ক জুকারবার্গ
বিল গেইটস
সঠিক উত্তর: টীম বার্নার্স লী
ব্যাখা: এইচটিএমএল এর উদ্ভাবক হলেন টীম বার্নার্স লী ।
অ্যাপল এর জনক স্টিভ জবস
ফেইসবুক এর জনক মার্ক জুকারবার্গ এবং
মাইক্রোসফট এর জনক বিল গেইটস
এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? [ঢা. বো. - ২০১৭]
[ ]
< >
{ }
( )
সঠিক উত্তর: < >
ব্যাখা: এইচটিএমএল ট্যাগগুলো একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা বেষ্টিত থাকে । যেমনঃ <b> Element </b>
এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কোনটি?
i. html
ii. htm
iii. hml
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
ব্যাখা: এইচটিএমএল ফাইলের এক্সটেনশন .html বা .htm
কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই?
a
u
br
h1
সঠিক উত্তর: br
ব্যাখা: এইচটিএমএল এ br, input, img ইত্যাদি ট্যাগগুলোর কোন ক্লোজিং ট্যাগ থাকে না ।
ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? [চ. বো. - ২০১৭]
size
font
face
name
সঠিক উত্তর: face
ব্যাখা: ওয়েবসাইট এ ফন্ট ব্যবহার করার জন্য font ট্যাগ ব্যবহার করতে হয় এবং font ট্যাগ এ face অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় । face অ্যাট্রিবিউট এ ফন্ট এর নাম দিতে হবে । যেমন: বাংলা লেখার জন্য face অ্যাট্রিবিউট এ SutonnyMJ ব্যবহার করা হয় । এছাড়া, font ট্যাগ এ size অ্যাট্রিবিউট ব্যবহার করে লেখা বড় কিংবা ছোট করা যায় ।
ওয়েবসাইট এর কোন লাইন ভেঙ্গে ফেলার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?
b
br
break
bold
সঠিক উত্তর: br
ব্যাখা: এইচটিএমএল লাইন ব্রেক এর সাহায্যে আমরা লাইনকে ভেঙ্গে ফেলতে পারি । লাইন ব্রেক ব্যবহার করার জন্য br ট্যাগ।
0 Comments