Header Ads

header ads

add




ICT, Chapter 6,Mcq

ষষ্ঠ অধ্যায়

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় এর প্রতিটি প্রশ্নের ব্যাখাসহ উত্তর পাবেন । 

একই ধরনের ডেটা থাকে -

  • টেবিলে
  • ফিল্ডে
  • রেকর্ডে
  • ডেটাবেজে
সঠিক উত্তর: ফিল্ডে
ব্যাখা: টেবিলের কলামের শিরোনাম হচ্ছে ফিল্ড । ডাটাবেজের ফিল্ডে একই ধরনের ডাটা থাকে ।

তথ্যের ক্ষুদ্রতম একক -

  • ডেটা
  • ফিল্ড
  • রেকর্ড
  • ডেটাবেজ
সঠিক উত্তর: ডেটা
ব্যাখা: তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা ।

ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয় হল -

  • এনক্রিপশন
  • ডিক্রিপশন
  • কুয়েরি
  • ক্রিপ্টোগ্রাফি
সঠিক উত্তর: ক্রিপ্টোগ্রাফি
ব্যাখা: ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয় হল ক্রিপ্টোগ্রাফি ।

কী (Key) কত প্রকার?

সঠিক উত্তর: 
ব্যাখা: কী ৩ প্রকার । যথাঃ- ১। প্রাইমারি কি, ২। কম্পোজিট প্রাইমারি কি এবং ৩। ফরেন কি

সবচেয়ে বড় ডেটাটাইপ কোনটি?

  • Text
  • Memo
  • Currency
  • Logical
সঠিক উত্তর: Memo
ব্যাখা: Memo সবচেয়ে বড় ডেটাটাইপ যেখানে ৬৫,৫৩৬ টি বর্ণ ব্যবহার করা যায় ।

একটি ডেটাবেজ এ ৩০ জন ছাত্র এবং ২০ জন ছাত্রীর তথ্য রয়েছে । উক্ত ডেটাবেজ এ কতটি রেকর্ড রয়েছে?

  • ১০ টি
  • ২০ টি
  • ৩০ টি
  • ৫০ টি
সঠিক উত্তর: ৫০
ব্যাখা: একটি ডেটাবেজ এ ৩০ জন ছাত্র এবং ২০ জন ছাত্রীর তথ্য থাকলে মোট তথ্যের পরিমাণ ৩০ + ২০ = ৫০ টি এবং একটি রেকর্ড এ একজন শিক্ষার্থীর তথ্য থাকে । সুতরাং, রেকর্ডের সংখ্যা ৫০ টি ।

Text ডেটাটাইপ এ সর্বোচ্চ কতটি বর্ণ হতে পারে?

  • ২৫৫
  • ২৫৬
  • ৬৫৫৫৩৬
  • ৬৫৫৩৫
সঠিক উত্তর: ২৫৫
ব্যাখা: Text ডেটাটাইপ এ সর্বোচ্চ ২৫৫ টি বর্ণ হতে পারে । Text ফিল্ড এ বর্ণ, সংখ্যা ও চিহ্ন ব্যবহার করা যায় । নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি ফিল্ড এ Text ডেটাটাইপ ব্যবহার করা হয় ।

একজন ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?

  • Text
  • Currency
  • Autonumber
  • Number
সঠিক উত্তর: Text
ব্যাখা: একজন ব্যক্তির নাম এর ডেটাটাইপ Text হবে । Text ডেটাটাইপ এ ২৫৫ টি বর্ণ ব্যবহার করা যায় ।

একজন শ্রমিকের বেতন কোন ধরনের ডেটা?

  • Text
  • Currency
  • Autonumber
  • Number
সঠিক উত্তর: Currency
ব্যাখা: একজন শ্রমিকের বেতনের এর ডেটাটাইপ Currency হবে । ভর্তি ফি, বেতন ইত্যাদি ফিল্ড এ Currency ডেটাটাইপ ব্যবহার করা হয়।

কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? [ঢা. বো. - ২০১৭]

  • নাম
  • মোবাইল
  • পরীক্ষার ফি
  • ঠিকানা
সঠিক উত্তর: মোবাইল
ব্যাখা: এখানে ফিল্ডগুলোর মধ্যে মোবাইল নম্বর ফিল্ডটি ইউনিক । অর্থাৎ, এক জন ব্যক্তির মোবাইল নম্বর অন্য একজন ব্যক্তির সাথে মিলবে না । সুতরাং, মোবাইল নম্বর ফিল্ডটি প্রাইমারী কি হতে পারে।

৩য় টেবিল থাকে কোন রিলেশনে? [য. বো. - ২০১৬]

  • One to One
  • One to Many
  • Many to One
  • Many to Many
সঠিক উত্তর: Many to Many
ব্যাখা: Many to Many রিলেশনে Junction Table নামে তৃতীয় একটি টেবিল থাকে ।
★ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন । এতে তার অনেক সমস্যা হয়। সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ার ব্যবসায় ক্ষতি হয় ।

উদ্দীপকের উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা. বো. - ২০১৭]

  • ওয়ার্ড প্রসেসিং
  • ওয়েব পেইজ
  • প্রোগ্রামিং
  • ডেটাবেজ
সঠিক উত্তর: ডেটাবেজ
ব্যাখা: ডেটাবেজ ব্যবহারের মাধ্যমে সহজেই ডাটা এন্ট্রি ও খুঁজে পেতে সুবিধা হয় ।

নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার? [ঢা. বো. - ২০১৭]

  • MS-Powerpoint
  • MS-Word
  • MS-Excel
  • MS-Access
সঠিক উত্তর: MS-Access
ব্যাখা: ডেটাবেজ সফটওয়্যার ম্যানেজমেন্ট এ MS-Access ব্যবহার করা হয় । অপরদিকে,
কম্পিউটার এ লেখালেখি করার জন্য MS-Word, হিসাব কিংবা গাণিতিক কাজের জন্য MS-Excel এবং Presentation স্লাইড তৈরি করার জন্য MS-Powerpoint ব্যবহার করা হয় ।

ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? [দি. বো. - ২০১৭]

  • বর্ণ → ফিল্ড → রেকর্ড → ডেটাবেজ
  • ফিল্ড → রেকর্ড → টেবিল → ডেটাবেজ
  • রেকর্ড → ফিল্ড → তথ্য → ডেটাবেজ
  • রেকর্ড → ফিল্ড → বর্ণ → ডেটাবেজ
সঠিক উত্তর: ফিল্ড → রেকর্ড → টেবিল → ডেটাবেজ
ব্যাখা: ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম: ফিল্ড → রেকর্ড → টেবিল → ডেটাবেজ

যদি ডেটাবেজ এ প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তবে - [রা. বো. - ২০১৬]
i. ডেটা দ্রুত খুজে পেতে ইনডেক্সিং প্রয়োজন
ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়
iii. ডেটা খুজে বের করা সময় সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
ব্যাখা: যদি ডেটাবেজ এ প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তবে ডেটা দ্রুত খুজে পেতে ইনডেক্সিং প্রয়োজন এবং ডেটা যত বেশী হবে ডেটা খুঁজে বের করা তত বেশী সময় সাপেক্ষ হবে ।

দুটি টেবিল এর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য -
i. দুটি টেবিল এ কমন ফিল্ড থাকতে হবে ।
ii. টেবিল দুটি একই সাথে খোলা থাকতে হবে ।
iii. প্রাইমারি কি থাকতে হবে ।
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখা: দুটি টেবিল এর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য -
  • দুটি টেবিল এ কমন ফিল্ড থাকতে হবে ।
  • টেবিল দুটি একই সাথে খোলা থাকতে হবে ।
  • প্রাইমারি কি থাকতে হবে ।

SQL - এর পূর্ণরূপ [ব. বো. - ২০১৭, রা. বো. - ২০১৭]

  • Sequential Query Language
  • Structured Query Language
  • Serial Query Language
  • Select Query Language
সঠিক উত্তর: Structured Query Language
ব্যাখা: SQL - Structured Query Language

কলেজের ডেটাবেজ সফটওয়্যার থেকে যে সকল ছাত্রের রক্তের গ্রুপ A+ তাদের পৃথক করে বের করতে কি ব্যবহার করা হয়? [সি. বো. - ২০১৬]

  • টেবিল
  • কুয়েরি
  • ফরম
  • রিপোর্ট
সঠিক উত্তর: কুয়েরি
ব্যাখা: কুয়েরি এর সাহায্যে শর্ত সাপেক্ষে ডেটা বের করা সম্ভব 

উপরের টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান?

  • One to One
  • One to Many
  • Many to One
  • Many to Many
সঠিক উত্তর: One to One
ব্যাখা: একটি টেবিল একটি রেকর্ড অন্য একটি টেবিলের অন্য রেকর্ড এর সাথে সম্পর্ক থাকলে সেটা One to One রিলেশন হয় ।

ডেটা এনক্রিপশনের সংশ্লিষ্ট বিষয় হলো - [কু. বো. - ২০১৬]
i. প্লেইন টেক্সট
ii. সাইফার টেক্সট
iii. কী
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i, ii
ব্যাখা: প্লেইন টেক্সট ও সাইফার টেক্সট ডেটা এনক্রিপশনের সাথে সম্পর্কিত ।

DBMS এর কাজ হচ্ছে - [কু. বো. - ২০১৬, ব. বো - ২০১৬]
i. ডেটাবেজ এ নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা
ii. অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা
iii. কাঙ্খিত রেকর্ড খোজা
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখা: DBMS (Database Management System) এর কাজ হচ্ছে - ডেটাবেজ এ নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা ও কাঙ্খিত রেকর্ড খোঁজা ।

ডেটা এনক্রিপশনের সংশ্লিষ্ট বিষয় হলো - [কু. বো. - ২০১৬, ব. বো - ২০১৬]
i. প্লেইন টেক্সট
ii. সাইফার টেক্সট
iii. কী
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i, ii
ব্যাখা: প্লেইন টেক্সট ও সাইফার টেক্সট ডেটা এনক্রিপশনের সাথে সম্পর্কিত ।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজের টেবিলে এ শিক্ষার্থীর আইডি, নাম, গ্রুপ, ও ঠিকানা দেওয়া আছে ।

উদ্দীপকের উল্লিখিত টেবিলে প্রাইমারী কি কোনটি?

  • নাম
  • শিক্ষার্থীর আইডি
  • গ্রুপ
  • কোনোটিই নয়
সঠিক উত্তর: শিক্ষার্থীর আইডি
ব্যাখা: শিক্ষার্থীর আইডি প্রাইমারী কি হতে পারে । কারণ, শিক্ষার্থীর আইডি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা । অর্থাৎ, শিক্ষার্থীর আইডি ইউনিক । অপরদিকে, নাম, গ্রুপ, ঠিকানা এগুলো এক জন শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থীর মিলতে পারে । যেমন: একই নামে ২ জন শিক্ষার্থী হতে পারে । তবে,তাদের আইডি ভিন্ন হবে ।

কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে - [চ. বো. - ২০১৭]
i. QBE
ii. SQL
iii. QUEL
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখা: QBE, SQL, QUEL এগুলো কুয়েরি ভাষা ।
QBE - Query By Example
SQL - Structured Query Language
QUEL - Query Languge.

মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? [বোর্ড - ২০১৮]

  • ম্যানিপুলেশন
  • ভ্যালিডেশন
  • এনক্রিপশন
  • ডিক্রিপশন
সঠিক উত্তর: এনক্রিপশন
ব্যাখা: মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি হচ্ছে এনক্রিপশন । ডেটা এনক্রিপশন এর মাধ্যমে প্লেইন টেক্সটকে সাইফার টেক্সট এ রূপান্তর করা হয় ।

নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি.বো. - ২০১৭]

  • প্লেইন টেক্সট
  • সাইফার টেক্সট
  • এলগরিদম
  • প্যারিটি বিট
সঠিক উত্তর: প্যারিটি বিট
ব্যাখা: মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি হচ্ছে এনক্রিপশন । ডেটা এনক্রিপশন এর মাধ্যমে প্লেইন টেক্সটকে সাইফার টেক্সট এ রূপান্তর করা হয় ।

Post a Comment

0 Comments