ডিজিটাল ডিভাইস
তৃতীয় অধ্যায় (২য় অংশ) এর প্রতিটি প্রশ্নের ব্যাখাসহ উত্তর পাবেন ।মৌলিক গেইট কয়টি? [চ. বো. ২০১৬]
- ২ টি
- ৩ টি
- ৪ টি
- ৮ টি
সঠিক উত্তর: ৩ টি
ব্যাখা: মৌলিক গেইট ৩ টি । যথাঃ OR Gate, AND Gate এবং NOT Gate
কোনটি সর্বজনীন গেইট?
- OR
- NOT
- NOR
- XOR
সঠিক উত্তর: NOR
ব্যাখা: যে সকল গেইট দিয়ে অন্যান্য সকল মৌলিক গেইট বাস্তবায়ন করা যায় তাদেরকে সর্বজনীন গেইট (Universal Gate) বলে । NOR এবং NAND গেইটকে সর্বজনীন গেইট বলা হয় ।
সর্বজনীন গেইট -
i. XOR
ii. NOR
iii. NAND
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখা: যে সকল গেইট দিয়ে অন্যান্য সকল মৌলিক গেইট বাস্তবায়ন করা যায় তাদেরকে সর্বজনীন গেইট (Universal Gate) বলে । NOR এবং NAND গেইটকে সর্বজনীন গেইট বলা হয় ।
নিচের কোনটি মৌলিক gate? [য. বো. - ২০১৬]
- NOT
- NOR
- NAND
- X-NOR
সঠিক উত্তর: NOT
ব্যাখা: মৌলিক গেইট ৩ টি । যথাঃ OR Gate, AND Gate এবং NOT Gate সুতরাং, সঠিক উত্তর হবেঃ NOT Gate ।
যদি তিন ইনপুট OR গেইটের আউটপুট 0 (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? [সি. বো. - ২০১৭]
- সকল ইনপুট 0 (শূন্য) করতে হবে
- সকল ইনপুট 1 করতে হবে
- যেকোনো একটি ইনপুট 0 (শূন্য) করতে হবে
- যেকোনো একটি ইনপুট 1 করতে হবে
সঠিক উত্তর: সকল ইনপুট 0 (শূন্য) করতে হবে
ব্যাখা: OR গেইটের ক্ষেত্রে যেকোনো ১ টি ইনপুট 1 হলে আউটপুট 1 হয় । যদি OR গেইটের সকল ইনপুট 0 করা যায় তাহলেই কেবল আউটপুট 0 হবে । তাই, যদি তিন ইনপুট OR গেইটের আউটপুট 0 (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে সকল ইনপুট 0 (শূন্য) করতে হবে ।
উপরের চিত্রে কোন গেইট দেওয়া হয়েছে?
- NOR
- NAND
- OR
- X-OR
সঠিক উত্তর: NAND
ব্যাখা: AND এবং NOT গেইট মিলে NAND গেইট হয় । NAND গেইট একটি যৌগিক গেইট ।
উপরের চিত্রে কোন গেইটের সত্যক সারণী দেওয়া হয়েছে?
- NOR
- NAND
- OR
- X-OR
সঠিক উত্তর: NOR
ব্যাখা: NOR গেইট OR গেইটের বিপরীত । NOR গেইট একটি সর্বজনীন গেইট ।
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান? [মা. বো. - ২০১৭]
- AND
- NOT
- OR
- NOR
সঠিক উত্তর: NOT
ব্যাখা: NOT গেইটে ১ টি ইনপুট এবং ১ টি আউটপুট থাকে । সুতরাং, NOT গেইটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান ।
AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয়? [ঢা. বো. ২০১৬]
- NOR
- NAND
- OR
- X-OR
সঠিক উত্তর: NAND
ব্যাখা: AND এবং NOT গেইট মিলে NAND গেইট হয় । NAND গেইট একটি যৌগিক গেইট ।
উপরের চিত্রে কোন গেইটের সত্যক সারণী দেওয়া হয়েছে?
- NOR
- NAND
- OR
- XOR
সঠিক উত্তর: XOR
ব্যাখা: উপরের চিত্রে XOR গেইটের সত্যক সারণী দেওয়া হয়েছে । কারণ, XOR গেইটের ক্ষেত্রে ইনপুট এ বিজোড় সংখ্যক ১ থাকলে আউটপুট ১ হবে । অন্যথায়, আউটপুট ০ হবে ।
উপরের চিত্রে কোন গেইটের সত্যক সারণী দেওয়া হয়েছে?
- NOR
- NAND
- OR
- XOR
সঠিক উত্তর: NAND
ব্যাখা: উপরের চিত্রে NAND গেইটের সত্যক সারণী দেওয়া হয়েছে । NAND গেইট একটি সর্বজনীন গেইট এবং NAND গেইট AND গেইটের বিপরীত ।
চিত্রের আলোকে F এর মান কত?
- AB
- A+B
- AB
- A+B
সঠিক উত্তর: AB
ব্যাখা: উপরের চিত্রে NAND গেইটের চিত্র দেওয়া হয়েছে । AND এবং NOT গেইট মিলে NAND গেইট হয় । NAND গেইটের সমীকরণ: AB
A+BC = কত? [কু. বো. ২০১৭]
- (A+B)+(A.C)
- (A+C)+(A.B)
- (A+B)(A+C)
- (A+B)+(A+C)
সঠিক উত্তর: (A+B)(A+C)
ব্যাখা: A+BC = (A+B)(A+C)
ডি-মরগ্যানের উপাপাদ্য কোনটি?
- AB = A.B
- A+B = A.B
- A+B = A+B
- A+B = A.B
সঠিক উত্তর: A+B = A.B
ব্যাখা: ডি-মরগ্যান এর উপপাদ্য থেকে পাই-
A+B = A.B
AB = A+B
A+B = A.B
AB = A+B
A ফলাফল হতে পারে যখন - [ঢা. বো. ২০১৭]
i. A+A+A
ii. A.A
iii. A ⊕ A
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
ব্যাখা: বুলিয়ান উপাপাদ্য অনুযায়ী-
A+A+A = A [মৌলিক উপপাদ্য]
A.A = A [মৌলিক উপপাদ্য]
A ⊕ A = 0
তাই সঠিক উত্তর হবে i ও ii
A+A+A = A [মৌলিক উপপাদ্য]
A.A = A [মৌলিক উপপাদ্য]
A ⊕ A = 0
তাই সঠিক উত্তর হবে i ও ii
F= AB.BC ? [ঢা. বো. ২০১৭]
- AB.BC
- ABC
- AB+AC
- ABC
সঠিক উত্তর: ABC
ব্যাখা:
AB.BC
= AB.BC [ A = A ]
= ABC [B.B=B]
AB.BC
= AB.BC [ A = A ]
= ABC [B.B=B]
F=A+ AB + A B হলে F এর সরলীকৃত মান কত? [দি. বো. ২০১৬]
- 0
- 1
- A
- B
সঠিক উত্তর: 1
ব্যাখা:
F=A+AB + A B
= A+ A(B+B )
= A+ A.1 [B+B = 1]
= A+ A
= 1 [A+ A=1]
F=A+AB + A B
= A+ A(B+B )
= A+ A.1 [B+B = 1]
= A+ A
= 1 [A+ A=1]
NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়? [দি. বো. ২০১৬]
- OR
- X-NOR
- X-OR
- AND
সঠিক উত্তর: OR
ব্যাখা: NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে OR গেইট পাওয়া যায়।
NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?
- OR
- X-NOR
- X-OR
- AND
সঠিক উত্তর: AND
ব্যাখা: NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে AND গেইট পাওয়া যায়।
a=1, b=0 এর জন্য a ⊕ b = ? [কু. বো. ২০১৭]
- 0
- 1
- 0,1
- 1,0
সঠিক উত্তর: 1
ব্যাখা: X-OR এ বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে ।
1 ⊕ 0 =1
1 ⊕ 0 =1
যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? [রা. বো. ২০১৭]
- রেজিস্টার
- এনকোডার
- ডিকোডার
- কাউন্টার
সঠিক উত্তর: এনকোডার
ব্যাখা: যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে এনকোডার বলে।
১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? [কু. বো. ২০১৭]
- ২
- ৩
- ৪
- ৫
সঠিক উত্তর: ৪
ব্যাখা: কোন এনকোডারের ইনপুট সংখ্যা হলে 2n আউটপুট n সংখ্যক । এক্ষেত্রে, কোন এনকোডারের ইনপুট ১৬ বা ২৪ হলে এখানে n এর মান ৪ । সুতরাং, আউটপুট ৪ (চার) টি ।
এনকোডার ইনপুট হচ্ছে -
i. অক্টাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমাল সংখ্যা
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখা: এনকোডার অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে ।
ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে - [কু. বো. ২০১৭]
- 4
- 8
- 16
- 32
সঠিক উত্তর: 16
ব্যাখা: কোন ডিকোডারের ইনপুট সংখ্যা হলে n আউটপুট 2n সংখ্যক । এক্ষেত্রে, কোন ডিকোডারের ইনপুট 4 টি হলে, আউটপুট 24= 16 টি ।
0 Comments