Header Ads

header ads

add




Ict Mcq- Chapter 5

পঞ্চম অধ্যায়

প্রোগ্রামিং ভাষা অধ্যায় এর প্রতিটি প্রশ্নের ব্যাখাসহ উত্তর পাবেন ।

অ্যাসেম্বলি কোন প্রজন্মের ভাষা? [দি. বো. - ২০১৬]

  • ১ম
  • ২য়
  • ৩য়
  • ৪র্থ
সঠিক উত্তর: ২য়
ব্যাখা: প্রথম প্রজন্মের ভাষাঃ মেশিন ভাষা
দ্বিতীয় প্রজন্মের ভাষাঃ অ্যাসেম্বলি ভাষা
তৃতীয় প্রজন্মের ভাষাঃ উচ্চতর ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষাঃ অতি উচ্চতর ভাষা
পঞ্চম প্রজন্মের ভাষাঃ ন্যাচারাল ভাষা

সাংকেতিক ভাষা কোনটি? [সি. বো. - ২০১৬]

  • মেশিন ভাষা
  • অ্যাসেম্বলি ভাষা
  • উচ্চস্তরের ভাষা
  • অতি উচ্চস্তরের ভাষা
সঠিক উত্তর: অ্যাসেম্বলি ভাষা
ব্যাখা: অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয় ।

মেশিন ভাষার সুবিধা কোনটি? [ঢা. বো. - ২০১৭]

  • প্রোগ্রাম সহজে লেখা যায়
  • সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী
  • প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়
  • প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়
সঠিক উত্তর: প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ব্যাখা: মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং এটি দ্রুত কার্যকর হয় ।

মেশিন ভাষার প্রোগ্রামকে বলা হয় -

  • Object Program
  • Source Program
  • BCD Code
  • Unicode
সঠিক উত্তর: Object Program
ব্যাখা: কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা এবং মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম ।

অনুবাদক সফটওয়ার কয় ধরনের? [চ. বো. - ২০১৬]

সঠিক উত্তর: 
ব্যাখা: অনুবাদক সফটওয়ার ৩ ধরনের । যথাঃ- ১। অ্যাসেম্বালার ২। কম্পাইলার এবং ৩। ইন্টারপ্রিটার

নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম?

  • এইচটিএমএল
  • ফ্লোচার্ট
  • কম্পাইলার
  • অ্যালগরিদম
সঠিক উত্তর: কম্পাইলার
ব্যাখা: অনুবাদক সফটওয়ার ৩ ধরনের । যথাঃ- ১। অ্যাসেম্বালার ২। কম্পাইলার এবং ৩। ইন্টারপ্রিটার

প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

  • বৃত্ত
  • সামন্তরিক
  • আয়তক্ষেত্র
  • রম্বস
সঠিক উত্তর: আয়তক্ষেত্র
ব্যাখা: প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র প্রতীকটি ব্যবহৃত হয় ।
সামন্তরিক প্রতীক দ্বারা ইনপুট / আউটপুট বোঝায় ।
রম্বস হচ্ছে সিন্ধান্ত প্রতীক এবং
বৃত্ত হচ্ছে সংযোগ প্রতীক

সুডো মানে -

  • ভুল
  • ছদ্ম
  • ভাষা
  • প্রোগ্রাম
সঠিক উত্তর: ছদ্ম
ব্যাখা: সুডো শব্দটির মানে হচ্ছে ছদ্ম ।

প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়?

  • Bug
  • Correction
  • Decoding
  • Debugging
সঠিক উত্তর: Debugging
ব্যাখা: প্রোগ্রামের ভুল কে বলা হয় বাগ (Bug) এবং প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াকে ডিবাগিং (Debugging) বলা হয় ।

প্রোগ্রাম লেখার সময় ৭৫ এর পরিবর্তে ভুল করে ৫৭ লিখলে কোন ধরনের ভুল হবে?

  • সিনট্যাক্স ভুল
  • ডেটা ভুল
  • লজিক্যাল ভুল
  • মেমরি ভুল
সঠিক উত্তর: ডেটা ভুল
ব্যাখা: প্রোগ্রাম লেখার সময় ৭৫ এর পরিবর্তে ভুল করে ৫৭ লিখলে ডেটা ভুল হবে । কম্পিউটার ডেটা ভুলের জন্য কোন সতর্কবার্তা (ওয়ার্নিং) প্রদর্শন করে না । তবে, কম্পিউটার সিনট্যাক্স ভুলের জন্য সতর্কবার্তা প্রদর্শন করে ।

প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? [কু. বো. - ২০১৭]

  • সিনট্যাক্স ভুল
  • ডেটা ভুল
  • লজিক্যাল ভুল
  • যেকোনো ভুল
সঠিক উত্তর: সিনট্যাক্স ভুল
ব্যাখা: প্রোগ্রামে যেকোনো ধরনের ভুল হলে বার্তা প্রদর্শন করে না । প্রোগ্রাম লেখার সময় সিনট্যাক্স ভুল হলে কম্পিউটার বার্তা (Warning) প্রদর্শন করে কিন্তু ডেটা ভুল কিংবা লজিক্যাল ভুলের জন্য কোন বার্তা প্রদর্শন করে না ।

সি একটি -
i. প্রোগ্রামিং ভাষা
ii. কেস সেনসিটিভ ভাষা
iii. অবজেক্ট অরিয়েন্টেড ভাষা
নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
ব্যাখা: সি একটি প্রোগ্রামিং ভাষা । সি একটি কেস সেনসিটিভ ভাষা । কিন্তু, সি অবজেক্ট অরিয়েন্টেড ভাষা নয় ।

কোনটি সি ভাষার ব্যবহৃত কী-ওয়ার্ড? [রা. বো. - ২০১৬]

  • ing
  • for
  • select
  • href
সঠিক উত্তর: for
ব্যাখা: এখানে for সি ভাষার ব্যবহৃত কী-ওয়ার্ড ।

কোনটি সি ভাষার ফাংশন?

  • int
  • stdio.h
  • conio.h
  • printf
সঠিক উত্তর: printf
ব্যাখা: printf সি ভাষার একটি আউটপুট ফাংশন ।

c প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? [ঢা. বো. - ২০১৭]

  • main() → #include
  • #include → main()
  • main() → #include<>
  • #include<> → main()
সঠিক উত্তর: #include<> → main()
ব্যাখা: সি প্রোগ্রামে প্রথমে #include<> লিখতে হয় < > এর ভিতরে হেডার ফাইল লিখতে হয় । এরপর main ফাংশনটি লিখতে হয় । যেমনঃ
#include<stdio.h>
main()
অর্থাৎ, সঠিক সিকোয়েন্স #include<> → main()

সি ভাষায় সঠিক চলক (Variable) কোনটি?

  • num 1
  • 1num
  • num1
  • num-1
সঠিক উত্তর: num1
ব্যাখা: সি ভাষায় চলক নামকরণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে:
  • চলকের নাম বর্ণ দ্বারা শুরু করতে হবে । চলকের নাম সংখ্যা দ্বারা শুরু হতে পারবে না ।
  • চলকের নামের মাঝখানে স্পেস (খালি) থাকা যাবে না । যেমন: ict class ব্যবহার করা যাবে না ।
  • আন্ডারস্কোর (_) ছাড়া অন্য কোন চিহ্ন ব্যবহার করা যাবে না । যেমন: ict@class ব্যবহার করা যাবে না ।
  • কিওয়ার্ড চলক হিসেবে ব্যবহার করা যাবে না । যেমন: int, float ইত্যাদি ব্যবহার করা যাবে না ।

সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? [চ. বো. - ২০১৭]

সঠিক উত্তর: 
ব্যাখা: সি ভাষায় রিলেশনাল অপারেটর ৬ ধরনের । যথা:-
< (ছোট),
> (বড়),
<= (ছোট বা সমান),
>= (বড় ),
== (সমান),
!= (সমান নয়)

সি ভাষায় && কে কোন ধরনের অপারেটর বলা হয়? [রা. বো. - ২০১৭]

  • Arithmetic
  • Relation
  • Logical
  • Assignment
সঠিক উত্তর: Logical
ব্যাখা: সি ভাষায় && কে Logical অপারেটর বলা হয় । সি প্রোগ্রামে Logical অপারেটর ৩ টি । যথা:
|| - Logical OR Operator
&& - Logical AND Operator
!- Logical NOT Operator.


উদ্দীপকের প্রোগ্রামটিতে ফলাফলের প্রোগ্রামটিতে "HSC Exam" কতবার প্রদর্শিত হব? [বোর্ড - ২০১৮]

  • 1
  • 2
  • 4
  • 5
সঠিক উত্তর: 4
ব্যাখা: প্রোগ্রামিতে "HSC Exam" লেখাটি ৪ বার দেখাবে । প্রোগ্রামটিতে "HSC Exam" ৫ বার দেখাতো যদি continue ব্যবহার করা না হত । কারণ, Continue স্ট্যাটমেন্ট এর কাজ হচ্ছে বাদ দিয়ে যাওয়া ।

সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলা হয়? [সি. বো. - ২০১৭]

  • স্ট্রাকচার
  • ফাংশন
  • লিংকলিস্ট
  • অ্যারে (Array)
সঠিক উত্তর: অ্যারে (Array)
ব্যাখা: সমপ্রকৃতির ডেটার সমাবেশকে অ্যারে (Array) বলা হয় ।

Post a Comment

0 Comments