পঞ্চম অধ্যায়
প্রোগ্রামিং ভাষা অধ্যায় এর প্রতিটি প্রশ্নের ব্যাখাসহ উত্তর পাবেন ।অ্যাসেম্বলি কোন প্রজন্মের ভাষা? [দি. বো. - ২০১৬]
- ১ম
- ২য়
- ৩য়
- ৪র্থ
সঠিক উত্তর: ২য়
ব্যাখা: প্রথম প্রজন্মের ভাষাঃ মেশিন ভাষা
দ্বিতীয় প্রজন্মের ভাষাঃ অ্যাসেম্বলি ভাষা
তৃতীয় প্রজন্মের ভাষাঃ উচ্চতর ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষাঃ অতি উচ্চতর ভাষা
পঞ্চম প্রজন্মের ভাষাঃ ন্যাচারাল ভাষা
দ্বিতীয় প্রজন্মের ভাষাঃ অ্যাসেম্বলি ভাষা
তৃতীয় প্রজন্মের ভাষাঃ উচ্চতর ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষাঃ অতি উচ্চতর ভাষা
পঞ্চম প্রজন্মের ভাষাঃ ন্যাচারাল ভাষা
সাংকেতিক ভাষা কোনটি? [সি. বো. - ২০১৬]
- মেশিন ভাষা
- অ্যাসেম্বলি ভাষা
- উচ্চস্তরের ভাষা
- অতি উচ্চস্তরের ভাষা
সঠিক উত্তর: অ্যাসেম্বলি ভাষা
ব্যাখা: অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয় ।
মেশিন ভাষার সুবিধা কোনটি? [ঢা. বো. - ২০১৭]
- প্রোগ্রাম সহজে লেখা যায়
- সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী
- প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়
- প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়
সঠিক উত্তর: প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ব্যাখা: মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং এটি দ্রুত কার্যকর হয় ।
মেশিন ভাষার প্রোগ্রামকে বলা হয় -
- Object Program
- Source Program
- BCD Code
- Unicode
সঠিক উত্তর: Object Program
ব্যাখা: কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা এবং মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম ।
অনুবাদক সফটওয়ার কয় ধরনের? [চ. বো. - ২০১৬]
- ২
- ৩
- ৪
- ৫
সঠিক উত্তর: ৩
ব্যাখা: অনুবাদক সফটওয়ার ৩ ধরনের । যথাঃ- ১। অ্যাসেম্বালার ২। কম্পাইলার এবং ৩। ইন্টারপ্রিটার
নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম?
- এইচটিএমএল
- ফ্লোচার্ট
- কম্পাইলার
- অ্যালগরিদম
সঠিক উত্তর: কম্পাইলার
ব্যাখা: অনুবাদক সফটওয়ার ৩ ধরনের । যথাঃ- ১। অ্যাসেম্বালার ২। কম্পাইলার এবং ৩। ইন্টারপ্রিটার
প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?
- বৃত্ত
- সামন্তরিক
- আয়তক্ষেত্র
- রম্বস
সঠিক উত্তর: আয়তক্ষেত্র
ব্যাখা: প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র প্রতীকটি ব্যবহৃত হয় ।
সামন্তরিক প্রতীক দ্বারা ইনপুট / আউটপুট বোঝায় ।
রম্বস হচ্ছে সিন্ধান্ত প্রতীক এবং
বৃত্ত হচ্ছে সংযোগ প্রতীক
সামন্তরিক প্রতীক দ্বারা ইনপুট / আউটপুট বোঝায় ।
রম্বস হচ্ছে সিন্ধান্ত প্রতীক এবং
বৃত্ত হচ্ছে সংযোগ প্রতীক
সুডো মানে -
- ভুল
- ছদ্ম
- ভাষা
- প্রোগ্রাম
সঠিক উত্তর: ছদ্ম
ব্যাখা: সুডো শব্দটির মানে হচ্ছে ছদ্ম ।
প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়?
- Bug
- Correction
- Decoding
- Debugging
সঠিক উত্তর: Debugging
ব্যাখা: প্রোগ্রামের ভুল কে বলা হয় বাগ (Bug) এবং প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াকে ডিবাগিং (Debugging) বলা হয় ।
প্রোগ্রাম লেখার সময় ৭৫ এর পরিবর্তে ভুল করে ৫৭ লিখলে কোন ধরনের ভুল হবে?
- সিনট্যাক্স ভুল
- ডেটা ভুল
- লজিক্যাল ভুল
- মেমরি ভুল
সঠিক উত্তর: ডেটা ভুল
ব্যাখা: প্রোগ্রাম লেখার সময় ৭৫ এর পরিবর্তে ভুল করে ৫৭ লিখলে ডেটা ভুল হবে । কম্পিউটার ডেটা ভুলের জন্য কোন সতর্কবার্তা (ওয়ার্নিং) প্রদর্শন করে না । তবে, কম্পিউটার সিনট্যাক্স ভুলের জন্য সতর্কবার্তা প্রদর্শন করে ।
প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? [কু. বো. - ২০১৭]
- সিনট্যাক্স ভুল
- ডেটা ভুল
- লজিক্যাল ভুল
- যেকোনো ভুল
সঠিক উত্তর: সিনট্যাক্স ভুল
ব্যাখা: প্রোগ্রামে যেকোনো ধরনের ভুল হলে বার্তা প্রদর্শন করে না । প্রোগ্রাম লেখার সময় সিনট্যাক্স ভুল হলে কম্পিউটার বার্তা (Warning) প্রদর্শন করে কিন্তু ডেটা ভুল কিংবা লজিক্যাল ভুলের জন্য কোন বার্তা প্রদর্শন করে না ।
সি একটি -
i. প্রোগ্রামিং ভাষা
ii. কেস সেনসিটিভ ভাষা
iii. অবজেক্ট অরিয়েন্টেড ভাষা
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
ব্যাখা: সি একটি প্রোগ্রামিং ভাষা । সি একটি কেস সেনসিটিভ ভাষা । কিন্তু, সি অবজেক্ট অরিয়েন্টেড ভাষা নয় ।
কোনটি সি ভাষার ব্যবহৃত কী-ওয়ার্ড? [রা. বো. - ২০১৬]
- ing
- for
- select
- href
সঠিক উত্তর: for
ব্যাখা: এখানে for সি ভাষার ব্যবহৃত কী-ওয়ার্ড ।
কোনটি সি ভাষার ফাংশন?
- int
- stdio.h
- conio.h
- printf
সঠিক উত্তর: printf
ব্যাখা: printf সি ভাষার একটি আউটপুট ফাংশন ।
c প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? [ঢা. বো. - ২০১৭]
- main() → #include
- #include → main()
- main() → #include<>
- #include<> → main()
সঠিক উত্তর: #include<> → main()
ব্যাখা: সি প্রোগ্রামে প্রথমে #include<> লিখতে হয় < > এর ভিতরে হেডার ফাইল লিখতে হয় । এরপর main ফাংশনটি লিখতে হয় । যেমনঃ
#include<stdio.h>
main()
অর্থাৎ, সঠিক সিকোয়েন্স #include<> → main()
#include<stdio.h>
main()
অর্থাৎ, সঠিক সিকোয়েন্স #include<> → main()
সি ভাষায় সঠিক চলক (Variable) কোনটি?
- num 1
- 1num
- num1
- num-1
সঠিক উত্তর: num1
ব্যাখা: সি ভাষায় চলক নামকরণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে:
- চলকের নাম বর্ণ দ্বারা শুরু করতে হবে । চলকের নাম সংখ্যা দ্বারা শুরু হতে পারবে না ।
- চলকের নামের মাঝখানে স্পেস (খালি) থাকা যাবে না । যেমন: ict class ব্যবহার করা যাবে না ।
- আন্ডারস্কোর (_) ছাড়া অন্য কোন চিহ্ন ব্যবহার করা যাবে না । যেমন: ict@class ব্যবহার করা যাবে না ।
- কিওয়ার্ড চলক হিসেবে ব্যবহার করা যাবে না । যেমন: int, float ইত্যাদি ব্যবহার করা যাবে না ।
সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? [চ. বো. - ২০১৭]
- ২
- ৩
- ৫
- ৬
সঠিক উত্তর: ৬
ব্যাখা: সি ভাষায় রিলেশনাল অপারেটর ৬ ধরনের । যথা:-
< (ছোট),
> (বড়),
<= (ছোট বা সমান),
>= (বড় ),
== (সমান),
!= (সমান নয়)
< (ছোট),
> (বড়),
<= (ছোট বা সমান),
>= (বড় ),
== (সমান),
!= (সমান নয়)
সি ভাষায় && কে কোন ধরনের অপারেটর বলা হয়? [রা. বো. - ২০১৭]
- Arithmetic
- Relation
- Logical
- Assignment
সঠিক উত্তর: Logical
ব্যাখা: সি ভাষায় && কে Logical অপারেটর বলা হয় । সি প্রোগ্রামে Logical অপারেটর ৩ টি । যথা:
|| - Logical OR Operator
&& - Logical AND Operator
!- Logical NOT Operator.
|| - Logical OR Operator
&& - Logical AND Operator
!- Logical NOT Operator.
- 1
- 2
- 4
- 5
সঠিক উত্তর: 4
ব্যাখা: প্রোগ্রামিতে "HSC Exam" লেখাটি ৪ বার দেখাবে । প্রোগ্রামটিতে "HSC Exam" ৫ বার দেখাতো যদি continue ব্যবহার করা না হত । কারণ, Continue স্ট্যাটমেন্ট এর কাজ হচ্ছে বাদ দিয়ে যাওয়া ।
সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলা হয়? [সি. বো. - ২০১৭]
- স্ট্রাকচার
- ফাংশন
- লিংকলিস্ট
- অ্যারে (Array)
সঠিক উত্তর: অ্যারে (Array)
ব্যাখা: সমপ্রকৃতির ডেটার সমাবেশকে অ্যারে (Array) বলা হয় ।
0 Comments