Header Ads

header ads

add




এসএসসির ফল প্রকাশে বিলম্ব হতে পারে / SSC Result 2020 publishe Date


SSC Result 2020 publishe Date
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে এসএমএস করে পাঠাবে যশোর শিক্ষা বোর্ড। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোডের্র চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে এসএমএস করে ফল পাঠানোর কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত হয়নি। যশোর বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড এমন উদ্যোগ নেয়নি বলেও খোঁজ নিয়ে জানা গেছে। সব পরিস্থিতি বিবেচনা করে এবারের ‘এসএসসির ফল প্রকাশে বিলম্ব হতে পারে’ জানিয়ে অধ্যাপক জিয়াউল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ফলাফল প্রস্তুত করতে অন্তত ২০ দিন সময় লাগবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম রোববার রাতে বলেন, “এসএসসির ফলাফল নিয়ে আমরা কাজ করছি। তবে সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।” গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হয়। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল ঘোষণার কথা রয়েছে।
SSC Result 2020 publishe Date


Post a Comment

0 Comments