Header Ads

header ads

add




আন- নূর ( কোরআন) কুইজ প্রতিযোগিতা

🎊আন- নূর(কোরআন) কুইজ প্রতিযোগিতা🎊 
----------------------------------------------------------------

সুপ্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা,
আসসালামু আলাইকুম......
শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেগামাইন্ড এডুকেয়ার পরিবার প্রতি রামাদানের ধারাবাহিকতায়  এই রামাদানেও  আন- নূর ( কোরআন) কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি।তবে এই প্রথম বার অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

❣ ‘শাহরু রমাদানাল্লাজি উনিজলা ফিহিল কোরআন, হুদাললিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।’ অর্থাৎ, রমজান মাস এমন যে, তাতে কোরআন নাজিল করা হয়েছে; মানুষের জন্য পথপ্রদর্শকরূপে ও হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা ও সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী হিসেবে। 
(সূরা-২ বাকারা, আয়াত: ১৮৫)।

🎓প্রতিযোগিতার_উদ্দেশ্য :- 
-------------------------------------

🎯এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা।সৎ ও আদর্শিক চরিত্র গঠনে একমাত্র কোরআনই আমাদের পথ চলার পাথেয়।আল্লাহ তা‘আলা যুগে যুগে মানবতার হেদায়াতের 
জন্য যেসব কিতাব অবতীর্ণ 
করেছেন সেগুলোকে আসমানী কিতাব বলা হয়।আল-কোরআন হলো সর্বশেষ আসমানী কিতাব,যা বিশ্বমানবতার জন্য অবতীর্ণ করা হয়েছে। 

💌আল্লাহ তা‘আলা বলেন : ‘‘নিশ্চয় এ কোরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে’’ -[সূরা আশ-শু‘আরা-১৯২]।

📚কোরআন পাঠের প্রতিদান :-
---------------------------------------
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- "যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ পড়বে, সে একটি নেকী পাবে। আর একটি নেকী দশটি নেকীর 
সমপরিমাণ। ---(তিরমিজি)

📖কোরআন তেলাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে 

💌রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:- ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি 
সর্বশ্রেষ্ঠ , যে আল কোরআন
 নিজে শেখে ও অন্যকে শেখায়’। ---(বোখারি)

📜নিয়মাবলী :-
---------------------

👬অংশগ্রহণকারী:-
---------------------------
👷অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির যেকোন ছাত্রছাত্রী এই কুইজে অংশগ্রহণ করতে পারবে।
💁প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ আবশ্যক।

✍সময় সীমা:-
----------------------
🔺৫০নম্বরের জন্য ৬০ মিনিট সময় থাকবে।

✒পূর্নমান : ৫০  
-----------------------
 🔸ইসলামিক সাধারণজ্ঞান-১০  
 🔸সাধারণ জ্ঞান-১০ 
 🔸সূরাসমূহ হতে ৩০  

📃কুইজের বিষয়বস্তু সমূহ :-
---------------------------------------
১.সাধারণ জ্ঞান 
২.ইসলামি সাধারণ জ্ঞান 
৩.সূরা - ফাতিহা
৪.সূরা- আসর
৫.সূরা - ইনফিতার
৬.সূরা-কদর
৭.সূরা -মুমিনুন( আয়াত-১-১১)
৮.সূরা - ইনশিকাক 
৯.সূরা- তাকভির 
১০.সূরা - ইখলাস

🗞( সূরা সমূহের  অনুবাদ, নামকরণ, সানে নুযূল এবং তাফসীরের উপর ভিত্তিকরে  প্রশ্ন হবে)

⌛পরীক্ষার সময়-সূচি :-
---------------------------------

🗓তারিখ: ২১শে মে ২০২০
🎉রমজান:  ২৭শে রমজান
🕑সময়: বিকাল (৩টা - ৪টা)

📝পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যম  :-
---------------------------------------------

📲১. মেগামাইন্ড এডুকেয়ার Apps 💁 https://bit.ly/2wfPXBa

📱২. মেগামাইন্ড এডুকেয়ার Facebook-Page 💁https://www.facebook.com/megamindeducare

📲 ৩.Website :  
📌megamindedu.blogspot.com

🎁পুরষ্কার :-
------------------

🎖প্রথম তিনজন সর্বোচ্চ নম্বর অধিকারীদের ১০০০ টাকা নগদ বা সমমূল্যের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে........(ইনশাআল্লাহ)।

🎯বিশেষ দ্রষ্টব্য :-
------------------------
⚠নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে।

⚠নির্ধারিত সময়ের মধ্যে উত্তর সাবমিট করতে হবে।

⚠সময় অতিক্রান্ত হওয়ার পর আর উত্তরপত্র গ্রহণ করা হবে না।

🗳আয়োজনে :-
----------------------
🔷মেগামাইন্ড_এডুকেয়ার🔷

Post a Comment

0 Comments