*চলো সমাসের একটি কবিতা শিখি..💬
-------------------------------------------------------
✍এবং, আর, ও, হলে দ্বন্ধ 🤝
সংখ্যা ও সমাহার দ্বিগু চেনা ছন্দ 💬
✍যে,সে,যিনি তিনি,ন্যয় রুপে কর্ম⚓
যার,যাতে, শেষে হওয়া বহুব্রীহির ধর্ম👐
✍বিভক্তি লোপ পেলে তৎপুরুষ হয়😑
উপসর্গ প্রথমে হলে অব্যয়ী কয়🤔।
🎴🎴🎴সমাস..🎴🎴🎴
সংক্ষিপ্ত ভাবে সমাস শিখি.. 💬
* (মা বাবা)(চৌমুহনীতে) (জজ সাহেবকে) (মহানবীর) (চন্দ্রমুখ) ও (বেদনার)( বিষাদসিন্ধু)
এবং( মহাত্মা) গান্ধীর (বিপদাপন্ন)(প্রতিক্ষণের)
বর্ণনা দেন।
**এখানে সমাস গুলো ভালো করে দেখি..👀
🏝মা বাবা =মা ও বাবা - এটি দ্বন্দ্ব সমাস- মাঝে ও,এবং, আর থাকলে দ্বন্দ্ব সমাস হয়।
🏝চৌমুহনী = চার মোহনার সমাহার.. এখানে সংখ্যা এবং সমাহার দুটো কথা উল্লেখ আছে তাই এটি দ্বিগু সমাস। 🤝
🏝জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব... এখানে যিনি...তিনি আছে তাই এটি কর্মধারয় সমাস..⚓।
🏝মহানবী = মহান যে নবী.. এখানে যে কথাটি উল্লেখ আছে তাই এটি কর্মধারয় সমাস..⚓।
🏝চন্দ্রমূখ= মুখ চন্দ্রের ন্যায়...ন্যায় কথাটি উল্লেখ আছে তাই এটি কর্মধারয় সমাস.. ⚓।
🏝বিষাদ সিন্ধু = বিষাদ রূপ সিন্ধু- রূপ থাকলে কর্মধারয় সমাস
🏝মহাত্মা = মহৎ আত্মা যার- যার শেষে থাকলে বহুব্রীহি
🏝বিপদাপন্ন = বিপদকে আপন্ন..বিভক্তি লোপ পেলে তৎপুরুষ সমাস হবে।
🏝ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণে... প্রতিক্ষণে - প্র একটি উপসর্গ এবং তা শব্দের প্রথমে বসছে তাই এটি অব্যয়ী সমাস হবে।
0 Comments